বন্ধুমহল রক্তদান ও মানবকল্যাণ সোসাইটির উদ্যোগে মাস ব্যাপি বিনামূল্যে ইফতার বিতরণ কার্যক্রম এর অংশ হিসেবে পবিত্র মাহে রমজানের ১৬ তম দিনে ইফতার বিতরণ এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

সোমবার ১৭ মার্চ সিলেট মহানগরীর দক্ষিণ সুরমার হুমায়ুন রশীদ চত্বর প্রাঙ্গনে মানবিক সংগঠনের সকল দ্বায়িত্বশীলদের সার্বিক সহযোগিতায় প্রধান অতিথি ছিলেন সিলেটে ৩ আসনে আগামি দিনের কাণ্ডারি ফেন্সুগঞ্জ এর কৃতি সন্তান, মানবিক ব্যক্তিত্ব ব্যারিস্টার মোস্তাকিম রাজা চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন মানবিক ব্যক্তিত্ব সাংবাদিক উৎফল বড়ুয়া।
উক্ত মানবিক কার্যক্রমে প্রধান অতিথি ব্যরিস্টার বলেন, স্বেচ্ছাসেবা এমন এক কাজ যা ব্যক্তিকে মানবিক করে এবং সমাজকে মানবিক হতে সাহায্য করে। পড়াশোনার পাশাপাশি এতগুলো তরুণ একটি ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে কাজ করছে দেখে সত্যি অবাক করেছে আমায়। পড়াশোনার পাশাপাশি তাঁরা মানুষ, পরিবেশ, সমাজ ও দেশের উপকারে আসে এমন কাজে যুক্ত। সবার বক্তব্য অবশ্য একই, স্বেচ্ছাসেবা মানুষকে সমৃদ্ধ করে।স্বেচ্ছাসেবা তাঁদের আরও ভালো কাজ করতে অনুপ্রেরণা দেয়।
সংগঠনের একজন দায়িত্বশীলরা বলেন,মানবিক ব্যক্তবর্গ,অন্যান্য সহযোগী প্ল্যাটফর্মগুলোর সাথে জড়িত সকলের পরিবার, নাম প্রকাশে অনিচ্ছুক দাতাদের পরিবার ও ভলান্টিয়ার ভাই বোনদের বাবা মায়ের জন্য দোয়া কামনা করছি। যে যেভাবে সাহায্য করে যাচ্ছেন,আল্লাহ সবাইকেই নেক হায়াত ও শান্তির জীবন দান করুন এবং দয়া করে আমাদের সবাইকে ক্ষমা করে ফেলুন এবং ভালো মানুষ হওয়ার তউফিক দান করুন। দুনিয়ার সবাইকে বিপদ থেকে সাহায্য করুন।
বিতরণ কার্যক্রম শেষে অতিথিবৃন্দসহ মানবিক সংগঠনের সকল দ্বায়িত্বশীলদের উপস্থিতিতে দোয়া মাহফিল ও ইফতার গ্রহণ করা হয়।
পরে সংগঠনের সভাপতি শাহরুল আলম চৌধুরী সহ সকল দায়িত্বশীলদের পক্ষ থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান এবং পবিত্র মাহে রমজানের মাসব্যাপি কার্যক্রমের বাকী দিনগুলোতে সাথে থেকে সফল করার আহবান জানান।