রাজধানীর সরকারি সাত কলেজের সমন্বয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ গঠনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। যদিও তারা আগে আলাদা বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলন করছিলেন, তবে সরকারের প্রতি আস্থা রেখে এই উদ্যোগের পক্ষে অবস্থান নিয়েছেন তারা।
সোমবার (১৭ মার্চ) তিতুমীর কলেজের সাধারণ শিক্ষার্থীদের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাত কলেজকে একত্রিত করে একটি নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ বাস্তবায়নে কাজ করছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। শিক্ষার্থীরা মনে করছেন, এই উদ্যোগ শিক্ষার মানোন্নয়ন, প্রশাসনিক জটিলতা নিরসন ও একাডেমিক সুবিধা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
শিক্ষার্থীরা আরও জানান, এতদিন সাত কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত থাকায় ফল প্রকাশে দীর্ঘসূত্রিতা, সমন্বয়হীন শিক্ষা কার্যক্রম ও প্রশাসনিক জটিলতার মতো সমস্যার মুখোমুখি হতে হয়েছে। পৃথক বিশ্ববিদ্যালয় হলে এসব সমস্যার সমাধান হবে এবং শিক্ষার্থীরা উন্নত শিক্ষাব্যবস্থা ও দ্রুত ফলপ্রকাশের সুবিধা পাবেন।
তবে শিক্ষার্থীরা অভিযোগ করেন, কিছু ব্যক্তি ও গোষ্ঠী নিজেদের স্বার্থে এই উদ্যোগের বিরোধিতা করছে এবং বিভ্রান্তিমূলক প্রচারণা চালাচ্ছে। তারা স্পষ্টভাবে জানিয়েছেন, তিতুমীর কলেজের অধিকাংশ শিক্ষার্থী এই সিদ্ধান্তের পক্ষে এবং কোনো ধরনের উদ্দেশ্যপ্রণোদিত আন্দোলনের সঙ্গে তারা নেই।
বিজ্ঞপ্তিতে ইউজিসি, শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুততম সময়ের মধ্যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার কার্যক্রম সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে। এছাড়া, কোনো গোষ্ঠী যাতে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ব্যাহত করতে না পারে, সে বিষয়ে প্রশাসনকে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে স্বাক্ষরকারী শিক্ষার্থীরা হলেন:
সবুজ মাদবর (হিসাববিজ্ঞান বিভাগ, ২০১৮-১৯)
সেলিম রেজা (সমাজবিজ্ঞান, ২০১৮-১৯)
রাকিবুল ইসলাম সৈকত (২০২০-২১)
এম এন মানিক (দর্শন, ২০২১-২২)
মো. সানি (হিসাববিজ্ঞান, ২০২২-২৩)
আলফাজুর রহমান তুর্য (পদার্থবিজ্ঞান, ২০২৩-২৪)
রিফাত আহমেদ (ইসলাম শিক্ষা, ২০২৩-২৪)
সিয়াম হোসাইন (পদার্থবিজ্ঞান, ২০২৩-২৪)
শফাক আহমেদ (ইংরেজি, ২০২০-২১)
আব্দুল্লাহ মুন (উদ্ভিদবিদ্যা, ২০২৩-২৪)
সাদ আহমেদ সালমান (ইতিহাস, ২০২৩-২৪)
সাদিয়া (ইংরেজি, ২০২৩-২৪)
সুমাইয়া মিম (অর্থনীতি, ২০২৩-২৪)
তারা সকলেই পৃথক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার এই উদ্যোগকে স্বাগত জানিয়ে দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন।