Sylhet Bureau:-
সিলেট শাহপরান থানাধীন সদর উপজেলার ৪ নং খাদিমপাড়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের একটি বাড়িতে চাঁদা না পেয়ে সন্ত্রাসীরা হযরত শাহপরাণ উচ্চ বিদ্যালয়ের এক বিধবা স্কুল শিক্ষিকার নির্মাণাধীন একটি বাড়ির শ্রমিকদের হুমকি দিয়ে নির্মাণকাজ বন্ধ করে দিয়েছে। এমনকি ঐ স্কুল শিক্ষিকাকে প্রানে হত্যার হুমকি দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সেই সাথে ঘটনাস্হল থেকে নির্মান সামগ্রী চুরির অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে গত ১৩ ফেব্রুয়ারী সকাল অনুমান ৯ ঘটিকার সময়। এ ঘটনায় অসহায় স্কুল শিক্ষিকা সিলেট শাহপরান থানায় লিখিত অভিযোগ প্রদান করেন। স্কুল শিক্ষিকার অভিযোগ সুত্রে জানা যায়, গত ১৩ ফেব্রুয়ারী সন্ধ্যা বেলা তার বাড়ি নির্মানের জন্য রড, কংক্রিট, কাঠসহ প্রায় ৯০ হাজার টাকার অন্যান্য নির্মান সামগ্রী তার নির্মানাধীন বাড়ির দেয়ালের ভিতর রেখে বাসায় চলে যান। পরদিন ১৪ ফেব্রুয়ারী সকাল অনুমান ৯ ঘটিকার সময় কাঠ মিস্ত্রি ঘটনাস্থলে কাজের জন্য এসে মালামাল না দেখে স্কুল শিক্ষিকাকে ফোন বিষয়টি জানালে তিনি তার নির্মানাধীন বাড়িতে যান। তখন তিনি দেখতে পান তার রেখে যাওয়া নির্মান সামগ্রী কে বা কারা চুরি করে নিয়ে গেছে। তিনি এ ঘটনার বিচার চেয়ে এলাকার কয়েকজনের কাছে জানান।
স্কুল শিক্ষিকা তার অভিযোগে উল্ল্যেখ করেন, এর আগে গত ১২ ফেব্রুয়ারী খাদিমপাড়া, ৫ নং রোডের মৃত কামাল মিয়ার স্ত্রী জুহেরা আহমদ (৪৫) ও তার ছেলে আহমদ আল আকিব জাহিন (২১), বাদীর নিমার্ণীন টিনের ঘরের সামনে আসিয়া অহেতুক কারণে গালিগালাজ করে। এসময় তিনি প্রতিবাদ করলে তার কাছে ৩০ হাজার টাকা চাঁদা দাবী করে এবং বিভিন্ন হুমকি ধামকি প্রদান করে বলে তাকে শান্তিপ্রিয় ভাবে বসত ঘর নিমার্ণ করতে দেবেনা। বাদীর দায়ের করা অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্তে নামেন শাহপরান পুলিশ ফাঁড়ির এসআই সুহেল। তিনি জানান, স্কুল শিক্ষিকার বিষয়টি এখনও তদন্তাধীন। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্হা নেয়া হবে। এদিকে বিবাদীরা গত ৮ মার্চ সকাল ১১ ঘটিকার সময় আবারও বাদীর নির্মানাধীন বাড়ির ভিতরে গিয়ে টিউবওয়েলের কাজে নিয়োজিত শ্রমিকদের ভয়ভিতি দেখিয়ে কাজ বন্ধ করে দেয়। এসময় বাদী প্রতিবাদ করলে বিবাদী জুহেরা আহমদ (৪৫) তার ছেলে আহমদ আল আকিব জাহিন (২১) ও ছালেক মিয়া (৪০) বাদীকে প্রাণনাশের হুমকি এবং জায়গা থেকে তাড়াইয়া দেয়ার হুমকি প্রদান করে। এই ঘটনায় বাদী গত ৯ মার্চ শাহপরান থানায় একটি সাধারন ডায়েরী করেন ডায়েরী নং- ৪৪০।
সাধারন ডায়েরীটি তদন্তের জন্য শাহপরান পুলিশ ফাঁড়ির এএসআই এনামুল কবিরকে তদন্তের জন্য দেয়া হয়েছে। এদিকে চুরি, প্রাননাশের হুমকি ও চাঁদাদাবীর ঘটনায় অসহায় স্কুল শিক্ষিকা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি জানান, সোমবার (১৭মার্চ) দিনের বেলা সন্ত্রাসী আহমদ আল আকিব জাহিন তার সাঙ্গপাঙ্গ নিয়ে আমার বাড়ির কাজ বন্ধ করে দিয়েছে। এসময় নির্মান কাজে নিয়োজিত শ্রমিকদেরও ভয়ভীতি দেখিয়ে কাজের স্হান থেকে তাড়িয়ে দেয়। তিনি জানান, আমার স্বামী নাই, এক ছেলে প্রতিবন্ধী আর ছোট আরেক মেয়েকে নিয়ে আমার বসবাস। সন্ত্রাসী চাঁদাবাজদের ক্রমান্নয়ে হুমকির ফলে কোথাও বের হতে পারছেন না। তিনি তার জানমালের নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এ বিষয়ে শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির হোসেন জানান, স্কুল শিক্ষিকার অভিযোগ পেয়েছি। তদন্তের জন্য এস আই সুহেলকে দেয়া হয়েছে এবং সাধারন ডায়েরীর তদন্তের জন্য এএসআই এনামুল কবিরকে দেয়া হয়েছে। অভিযোগ প্রমানিত হলে বিবাদীদের বিরুদ্ধে আইনী ব্যবস্হা নেয়া হবে।