Satyajit Das (Moulvibazar Correspondent):
মৌলভীবাজারে জেলা বিএনপির এক নেতা সহ আরও দু’জনের বিরুদ্ধে থানায় জিডি করেছেন আব্দুল মকিছ নামে এক ব্যক্তি। তিনি অভিযোগ করেছেন যে,তার চলমান মামলা তুলে নিতে হুমকি দেয়া হয়েছে।
সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের মাতারকাপন গ্রামের বাসিন্দা আব্দুল মকিছ (৬২) সোমবার (১৭ মার্চ) জানান,’গত (১৩ মার্চ ২০২৫) তারিখে মৌলভীবাজার সদর মডেল থানায় এ জিডি দায়ের করেন। তার অভিযোগে জানা গেছে,জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মতিন বখসসহ আরও দু’জন তাকে খুন করে লাশ গুম করার হুমকি দিয়েছেন’।
এ বিষয়ে আব্দুল মকিছ জানান,তার জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ বিরোধের কারণে তিনি আদালতে মামলা দায়ের করেছেন। কিন্তু গত ১৩ মার্চ দুপুরে বিবাদীরা তার বাড়িতে এসে তাকে প্রাণনাশের হুমকি দেয়। তারা প্রকাশ্যে বলে, মামলাটি নিষ্পত্তি না করলে তাকে খুন করা হবে। এতে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আলহাজ মতিন বখস জানান, মকিছ তার মায়ের অসুস্থতার সুযোগে ভাই-বোনদের ঠকিয়ে জমি দখল করেছে এবং এসব অভিযোগ মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেন। তিনি জানান,জমি নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
মৌলভীবাজার সদর মডেল থানার ওসি গাজী মো. মাহবুবুর রহমান জানান,’বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য এসআই গৌতম রায়কে নির্দেশ দেয়া হয়েছে। জমিজমা সংক্রান্ত মামলাটিরও তদন্ত হবে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে’।