লিমন মিয়া সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের সরিষাবাড়ীতে গমের নতুন জাতের ব্লক প্রদর্শনী উপলক্ষে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ মার্চ) দুপুর ১টায় উপজেলার বারইপটল এলাকায় আঞ্চলিক কেন্দ্র বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট, জামালপুরের আয়োজনে এ মাঠ দিবসের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. সালমা লাইজু। সভাপতিত্ব করেন গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট, জামালপুরের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ আছাদুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি অধিদপ্তর, জামালপুরের উপপরিচালক জাকিয়া সুলতানা এবং উপজেলা কৃষি কর্মকর্তা অনুপ সিংহ। এছাড়াও মাঠ দিবসে গম চাষি আছাদুজ্জামান, বিভিন্ন ব্লকের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তাসহ এলাকার কৃষক-কৃষাণীরা অংশ নেন।
আলোচনা সভার আগে কর্মকর্তারা গমের মাঠ পরিদর্শন করেন এবং গম কর্তনের কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এ সময় তারা কৃষকদের অভিজ্ঞতা ও চাষাবাদের চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে উৎপাদন বৃদ্ধির পরামর্শ দেন।
কৃষকরা নতুন জাতের গম চাষের সুবিধা ও উৎপাদন বৃদ্ধির সম্ভাবনা নিয়ে মতামত জানান। কৃষি কর্মকর্তারা গম চাষে উন্নত প্রযুক্তি ও সঠিক ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন এবং কৃষকদের প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।