Basudeb Roy, Nilphamari Correspondent.
জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষকদের উত্তোলিত টাইম স্কেল ফেরত প্রদানের নির্দেশপত্র বাতিল, প্রশাসনিক ট্রাইবুনালের রায় বাস্তবায়নসহ তিন দফা দাবীতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা।
নীলফামারী জেলা প্রাথমিক শিক্ষক সমিতির ব্যানারে সোমবার (১৭ মার্চ) সকালে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শিক্ষকরা মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে যান। পরে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা।
প্রাথমিক শিক্ষক সমিতির নীলফামারী জেলা শাখার আহবায়ক হামিদুল ইসলাম জানান, সারা দেশে জাতীয়করণকৃত ৪৮ হাজার ৭২০ জন শিক্ষকের উত্তোলিত টাইমস্কেল সংক্রান্ত জটিলতার স্থায়ী সমাধান চাই। দাবী আদায়ে সারাদেশে বিভিন্ন কর্মসূচী পালন করা হচ্ছে।
এ সময় সংগঠনের সদস্য সচিব মোছাব্বের হোসাইন, যুগ্ম আহবায়ক রবিউল ইসলাম ও সাবেক সভাপতি ইয়াকুব আলী উপস্থিত ছিলেন।
Trending
- সালথায় অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যকে কুপিয়ে জখম
- নতুন দল নিবন্ধনের ইসির গণবিজ্ঞপ্তি হাইকোর্টে স্থগিত
- এ বছর ঈদুল ফিতরে সরকারি ছুটি ৫ দিন
- লক্ষ্মীপুর জেলা প্রশাসক রাজীব কুমার সরকারের মতে, গ্রাম-আদালত কার্যকরভাবে পরিচালিত হলে সমাজে শান্তি ও শৃঙ্খলা বজায় থাকবে।
- মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বাংলাদেশ প্রসঙ্গে যা বললেন
- সেহরির সময় ইসরায়েলের অতর্কিত হামলা, নিহত বেড়ে ৩৪২
- তৃতীয় ইউকে কেরাত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল সফলভাবে সম্পন্ন
- চালের দামে ভোগান্তি ক্রেতার, পেঁয়াজে বিপাকে কৃষক!