Shahjahan Ali Manon, Nilphamari District Representative:
নীলফামারী সাংবাদিক ইউনিয়নের (এনপিইউজে) উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ মার্চ) বিকেলে নীলফামারী শহরের স্কাই ভিউ রেস্টুরেন্ট এন্ড কমিউনিটি সেন্টারে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে নীলফামারী সাংবাদিক ইউনিয়নের সভাপতি ইয়াসিন মোহম্মাদ সিখুন এর সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক রাশেদুল ইসলাম আপেল এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আল মামুন, বিএনপির জেলা সাধারণ সম্পাদক মো. জহুরুল আলম, জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ড. খাইরুল আনাম, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম।
এছাড়াও বক্তব্য রাখেম, জেলা জিয়া পরিষদ সভাপতি আবু ছাদেক চৌধুরী লুলু, নীলফামারী জর্জ কোর্টের পিপি ও আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট আল মাসুদ চৌধুরী, নীলফামারী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার রহমান, নীলফামারী পৌর জামায়াতের সহকারী সেক্রেটারি এডভোকেট আনিছুর রহমান আজাদ প্রমুখ।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন রাজনৈতিক দল, সাংবাদিক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন এডভোকেট মামুনুর রশীদ পাটোয়ারী।