Barisal Correspondent
বরিশাল শহরের সাগরদী ধান গবেষণা সড়কে শিশু ধর্ষণের অভিযোগে সুজন নামের এক যুবক নিহত হয়েছে।
১৫/৩/২০২৫ ইং শনিবার সন্ধ্যায় শহরের ২৪ নং ওয়ার্ডের ধান গবেষণা সড়কে নিজ বাসার সামনে ধর্ষণের অভিযোগে সুজন নামে এক যুবককে এলাকা বাসী গণপিটুনি দেয়। এবং গাছের সামনে বেধে রাখে।পরবর্তীতে পুলিশ খবর পেয়ে তাকে উদ্ধার করে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।পরে রাত ৮ টার দিকে আহত যুবকটির মৃত্যু হয়।
স্থানীয় জনতা ও কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ ওসি মিজানুর রহমান জানান, রান্না করা পাতিল ফেরত দেওয়ার জন্য প্রতিবেশী সুজনের বাসায় শিশুটিকে পাঠায়। এ সময় খালি ঘরে শিশুটিকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা চালায়। ভয়ে শিশুটি চিৎকার দিলে সুজন পালিয়ে যায়। ঘটনাটি জানাজানি হলে সন্ধ্যায় এলাকাবাসী সুজনকে গণ পিটুনি দেয় এবং গাছের সাথে বেঁধে রাখে। পরে আহত অবস্থায় পুলিশ উদ্ধার করে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮ টার দিকে সুজনের মৃত্যু হয়।
এদিকে স্বজনদের দাবি, পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে এই হত্যাকান্ড ঘটানো হয়েছে। এবং তারা এই নৃশংস হত্যার বিচার দাবি করেন।
অপরদিকে এ হত্যা কান্ড সংঘটিত হওয়ার আগেই শিশুটির বাবা বরিশাল কোতোয়ালি থানায় একটি অভিযোগ দায়ের করেন, অভিযোগটি তদন্তাধীন থাকার মধ্যে এ হত্যাকাণ্ড ঘটে।