Limon Mia, Sarishabari (Jamalpur) Representative
জামালপুরের সরিষাবাড়ীতে দুই শিশুশিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে রওদাতুল আতফাল মাদ্রাসার এক সহকারী শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয়দের সহযোগিতায় শনিবার (১৫ মার্চ) সন্ধ্যায় পৌরসভার সাতপোয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার হওয়া শিক্ষক বজলুর রহমান (৩০) সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর ইউনিয়নের বজ্রাগ্রাম এলাকার মোহাম্মদ আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে রওদাতুল আতফাল মাদ্রাসায় শিক্ষকতা করছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদ্রাসার দুই শিক্ষার্থীর পরিবার শিক্ষক বজলুর রহমানের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ তোলে। একজন শিশুর মা জানান, তার দশ বছর বয়সী সন্তান দীর্ঘ দুই মাস ধরে নির্যাতনের শিকার হলেও ভয়ে কিছু বলতে পারেনি। ঘটনার দিন সে সাহস করে মায়ের কাছে বিষয়টি প্রকাশ করলে পরিবারের সদস্যরা স্থানীয়দের সঙ্গে আলোচনা করেন।
একই মাদ্রাসার আরেক শিক্ষার্থীর মা অভিযোগ করে বলেন, তার নয় বছরের ছেলেকেও চার মাস ধরে একইভাবে বলাৎকার করা হয়েছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা ক্ষোভে ফেটে পড়ে এবং অভিযুক্ত শিক্ষককে আটক করে পুলিশে খবর দেয়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত শিক্ষককে থানায় নিয়ে যায়।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চাঁদ মিয়া জানান, “অভিযোগের ভিত্তিতে শিক্ষক বজলুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
ঘটনাটি প্রকাশ পাওয়ার পর সরিষাবাড়ীতে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটে।