Mohammad Masud Majumder:
কুমিল্লার ঐতিহ্যবাহী বরুড়া সুন্নিয়া কামিল মাদ্রাসার বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ১৫ মার্চ বাদ আসর মাদ্রাসার গাউসুল আজম ভবনের তৃতীয় তলা হল রোমে বরুরা সুন্নিয়া কামিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা হযরতুল আল্লামা ক্বারী আবদুল গফুর এর সন্তান মাদ্রাসার দাতা সদস্য সাংবাদিক মোঃ ইলিয়াছ আহমেদ এর সভাপতিত্বে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা ঐতিহ্যবাহী সোনারচর দরবার শরীফের পীর সাহেব শাহ সুফী আল্লামা খন্দকার ওমর ফারুক (মাঃ আঃ) হুজুর।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মাদ্রাসার অধ্যক্ষ হযরতুল আল্লামা মুফতি আলী আকবর ফারুকী, বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন মাদ্রাসার উপাধ্যক্ষ হযরতুল আল্লামা মুফতি মিজানুর রহমান জাফরী। এদিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মোঃ আবুল হাসেম, ঝলম উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী অধ্যাপক সাংবাদিক মোহাম্মদ মাসুদ মজুমদার, বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেধাদ উদ্দিন,স্কাউট এর আঞ্চলিক পরিচালক ও বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয় এর সাবেক সিনিয়র শিক্ষক মোঃ আখতারুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা শামসুল হক সর্দার, ওরাই আপনজন সামাজিক সংগঠনের সাধারণ সম্পাদক ও বিসিআইসির সাবেক কর্মকর্তা মোঃ ফারুকুল ইসলাম, বরুড়া পৌরসভা ইসলামিক ফ্রন্ট এর সভাপতি মাওলানা আব্দুল হান্নান, ডাক্তার আব্দুল মতিন, বরুড়া পৌরসভা ইসলামী যুব সেনা সভাপতি হযরতুল আল্লামা ওবায়দুল হক ইদ্রিস, কাজী মুফতি মমিনউল্লা ভূঁইয়া। সহ বরুড়া সুন্নিয়া কামিল মাদ্রাসার অভিভাবক, দাতা সদস্য, শিক্ষক, সাংবাদিক, ও সুশীল সমাজের প্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সোনারচর দরবার শরীফের পীর সাহেব আল্লামা শাহ খন্দকার ওমর ফারুক (মাঃ আঃ) হুজুর।