Representative of Bidhan Mandal (Faridpur):
ফরিদপুরের সালথায় বাংলাদেশ খেলাফত আন্দোলনের আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ মার্চ) সন্ধ্যায় বাংলাদেশ খেলাফত আন্দোলন সালথা ও নগরকান্দা উপজেলা শাখার আয়োজনে উপজেলার গট্টি ইউনিয়নের রঘুয়ারকান্দি গ্রামে এই আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা পরিষদের সদস্য, ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনের খেলাফত আন্দোলনের (বটগাছ) মনোনীত প্রার্থী এ্যাডভোকেট জয়নুল আবেদিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত আন্দোলন ফরিদপুর জেলা আমীর হাফেজ মো. মিজানুর রহমান, সালথা উপজেলা জামায়াতে আমীর প্রফেসর আবুল ফজল মুরাদ, সালথা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামান মোল্যা, সালথা মডেল মসজিদের ইমাম মুফতি মো. রবিউল ইসলাম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি চৌধুরী মাহবুব আলী নসরু, খেলাফত মজলিশের আমীর মুফতি মফিজুর রহমান, মাও. মো. সোবহান হোসেন, মো. আবু দাউদ খান প্রমূখ।
In the discussion meeting, speakers discussed the virtues of the holy month of Ramadan and requested everyone to preserve the sanctity of Ramadan. At the Iftar gathering, prayers were offered for peace in the country and the nation.
Legislative Council
Saltha Faridpur