Shahjahan Ali Manon, Nilphamari District Representative:
নীলফামারী জেলা কারাগারে বন্দী শুকুর আলী (৫১) নামে এক ব্যক্তি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। শনিবার (১৫ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন নীলফামারী কারাগারের সুপার রফিকুল ইসলাম।
শুকুর আলী নীলফামারী সদর উপজেলার পলাশবাড়ি বড়গাছা কেরাণীপাড়া এলাকার মৃত ,জুনায়েত আলীর ছেলে। তিনি তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের মামলায় ২০১৮ সাল থেকে কারাগারে রয়েছেন।
জেলা কারাগার সূত্রে জানা যায়, ১৩ মার্চ হঠাৎ অসুস্থ হয়ে পড়লে নীলফামারী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার মারা গেছেন। ময়নাতদন্ত সম্পন্ন হলে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।