মাসুম পারভেজ, রংপুর
রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) হারাগাছ থানা কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে মাদকসহ একজনকে গ্রেফতার এবং ওয়ারেন্টভুক্ত আরও একজন আসামিকে আটক করা হয়েছে।
হারাগাছ থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মোঃ তৌহিদ রাজুর নেতৃত্বে এএসআই (নিরস্ত্র) রনি মিয়া পিপিএম, কনস্টেবল মোঃ ওয়ালিউল ইসলাম (১২০১) এবং মোঃ মেহেদী হাসান (১৫১৭) অভিযানটি পরিচালনা করেন।
হারাগাছ থানার সাধারণ ডায়েরি (জিডি) নম্বর ৫১৮, তারিখ ১৩/০৩/২০২৫ খ্রিষ্টাব্দের ভিত্তিতে মোবাইল ৪১ ডিউটি, গ্রেফতারি পরোয়ানা তামিল ও মাদক উদ্ধার অভিযানের অংশ হিসেবে গত ১৪ মার্চ ২০২৫ খ্রিষ্টাব্দ, রাত ১:৩০ মিনিটে হারাগাছ থানাধীন সাহেবগঞ্জ বাজার তিন মাথা মোড় থেকে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা:
১. আহমেদ মাইমুন (২১), পিতা- মৃত জাহাঙ্গীর আলম, মাতা- মৃত নার্গিস বেগম, সাং- নুরপুর, থানা- কোতোয়ালি, মহানগর রংপুর। তার কাছ থেকে ৫০ গ্রাম শুকনো গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় হারাগাছ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
২. মোঃ জহুরুল হক (৪২), পিতা- মৃত পিয়ার উদ্দিন, সাং- আদর্শ গ্রাম, চর চতুরা, থানা- হারাগাছ, মহানগর রংপুর। তিনি হারাগাছ থানার ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন। তাকে তার নিজ বসতবাড়ি থেকে গ্রেফতার করা হয়।
হারাগাছ থানা পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে এবং আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
(সূত্র: RPMP Media Cell)