Md. Abdul Quddus,
Sirajganj Correspondent
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় সাড়ে ৫ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে পুলিশ অভিযুক্ত রিসাত (১৩) নামে এক কিশোরকে আটক করেছে। তারা সর্ম্পকে মামাতো-ফুফাতো ভাই-বোন। শুক্রবার (১৪ মার্চ) দুপুরে শাহজাদপুর উপজেলা থেকে ওই কিশোরকে আটক করা হয়। সে রাতনকান্দি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর শিক্ষার্থী।
এ বিষয়ে ভুক্তভোগী শিশুটির মা বলেন, আমার দুই মেয়েকে ভাইয়ের বাড়িতে রেখে আমি ঢাকায় একটি পোশাক কারখানায় চাকরি করি। গত সোমবার (১০ মার্চ) আমার ভাইয়ের ১১ বছর বয়সি ছেলে ভাতিজা আমার মেয়েকে ধর্ষণের চেষ্টা করে। ভাইয়ের পরিবার বিষয়টি আমাকে না জানিয়ে গোপন রাখে। পরে অন্যের মাধ্যমে বিষয়টি জানতে পেরে শুক্রবার সকালে ঢাকা থেকে বাড়িতে এসে মেয়েকে হাসপাতালে ভর্তি করেছি। এ ঘটনায় আমি মামলা করব। আমি এর ন্যায় বিচার চাই।
এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি আসলাম আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি জানার পর ওই কিশোরকে আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে। এ ছাড়া ভুক্তভোগী শিশুটিকে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। ভুক্তভোগীর বাবা সন্ধ্যায় থানায় লিখিত অভিযোগে দায়ের করেছে। বে বিষয়ে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করা হবে।