Barisal Correspondent
গৌরনদীতে প্রবাসীর স্ত্রীর ঘরে গভীর রাতে ধরা খেলো পলাশ ফকির নামের এক ছাত্র শিবির কর্মী। স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
১৩/৩/২০২৫ ইং বৃহস্পতিবার উপজেলার নলচিরা ইউনিয়নের বদরপুর গ্রামের এক প্রবাসীর স্ত্রীর বাসা থেকে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে তাকে এলাকাবাসী আটক করে পুলিশের হাতে তুলে দেয়। স্হানীয় সুত্রে জানা যায়, আটককৃত শিবির নেতা একটি মসজিদের ইমাম। এবং এর আগেও একাধিকবার তিনি প্রবাসীর স্ত্রীর ঐ বাসায় যাতায়াত করেছেন। বৃহস্পতিবার গভীর রাতে স্হানীয় লোকজন বিষয়টি বুঝতে পেরে ৯৯৯ এ ফোন দিলে পুলিশ এসে নারীসহ ছাত্র শিবিরের ঐ নেতাকে আটক করে।
নারী সহ ছাত্র শিবিরের নেতা আটক হওয়ায় এবং এঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ায় এলাকায় সাধারন মানুষের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।