Kapasia (Gazipur) Representative:
গাজীপুরের কাপাসিয়ায় ৫ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার পর ঘটনা প্রকাশ না করতে পরিবারকে হুমকি দিয়েছে অভিযুক্ত আসামি। এ ঘটনায় অভিযুক্ত আসামিকে গ্রেফতার করেছে কাপাসিয়া থানা পুলিশ। উপজেলার কড়িহাতা গ্রামে এ ঘটনা ঘটে। গতকাল (১৪ মার্চ) শুক্রবার দুপর সাড়ে বারোটার দিকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মহম্মদ আব্দুল বারিক জানান, ধর্ষণের চেষ্টার অভিযোগে গতকাল রাতে রানু মিয়া নামে একজনের নামে মামলা হইছে।
আসামীকে গ্রেফতার করা হয়েছে।গ্রেফতারকৃত আসামির নাম মোঃ রানু মিয়া (৫৫), সে উপজেলার কড়িহাতা গ্রামের মৃত ওয়ারেশ আলীর ছেলে। অভিযোগে শিশুর মা শিরিন সুলতানা (৩০) জানায়, আমার মেয়ে স্থানীয় একটি স্কুলে নার্সারীতে অধ্যয়নরত। বিবাদী আমার চাচা শ্বশুর। গত ২৬ ফেব্রুয়ারি সকালে আমার স্বামী সাহেদ রানা স্থানীয় কবিরের বাজারে যায়। আমি মেয়ে শিশু ও ছেলেকে আমার বাড়ীর পাশে মরণ চন্দ্র পাল এর বাড়ীতে রেখে একটি বাগানে জ্বালানীর শুকনো পাতা সংগ্রহ করতে যাই। ওই বাড়ীর ভিতরে অন্যান্য বাচ্চাদের সঙ্গে আমার দুই শিশু খেলাধুলা করতে থাকে।
এসময় রানু মিয়া এসে আমার শিশুকে কোলে করিয়া আমার বাড়ীতে নেয়। তখন আমার বাড়ীতে কেহ উপস্থিত না থাকার সুযোগে আমার মেয়েকে ধর্ষণের চেষ্টা করে। আমার মেয়ে আমাকে এ ঘটনা জানায়। এসব কার্যকলাপের প্রতিবাদ করিলে বিবাদী আমাদেরকে নানাবিধ ভয়ভীতি ও হুমকি প্রদান করে। পরে আমি থানায় মামলা করেছি। গ্রেফতারকৃত আসামীকে গাজীপুর বিজ্ঞ আদালতে পাঠানো হবে, বলে ওসি জানান।
SM Masud
Kapasia Gazipur