বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল বলেছেন, বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে এবং কিছু মহল মিডিয়া ক্যু’র মাধ্যমে দলটিকে কোণঠাসা করার চেষ্টা করছে। তিনি বলেন, “আমরা জনগণের সঙ্গে থাকি, বিদেশের দালালি করি না। অথচ এটাকেই আমাদের অপরাধ বানানো হচ্ছে।”
শুক্রবার (১৪ মার্চ) রাজধানীর পল্লবীতে এক দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‘বিএনপি মিডিয়ার তৈরি দল নয়’
সোহেল অভিযোগ করেন, বিএনপির বিরুদ্ধে পরিকল্পিতভাবে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করা হচ্ছে। তিনি বলেন, “ছোট ছোট সংবাদগুলো বড় আকারে প্রচার করা হচ্ছে। মিডিয়া ক্যু তো তাদের বিরুদ্ধেই হয় যাদের মিডিয়া তৈরি করে। বিএনপি কিন্তু মিডিয়ার তৈরি দল নয়, বিএনপির জন্ম রাজপথে।”
তিনি আরও বলেন, “আমাদের বিরুদ্ধে মিডিয়া ক্যু করলে, আমরা শতগুণ শক্তি নিয়ে প্রতিরোধ করব।”
ডিজিটাল প্ল্যাটফর্মেও লড়াই চালানোর ঘোষণা
মিডিয়ার কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে সোহেল বলেন, “গত ১৫ বছরে বিএনপির ওপর যে নির্যাতন চালানো হয়েছে, তা আপনারা দেখেছেন। আবারও লড়াই হবে, এবার শুধু রাজপথে নয়, ডিজিটাল প্ল্যাটফর্মেও লড়াই হবে।”
তিনি বিএনপির কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আমাদের বিরুদ্ধে একটি পোস্ট হলে, ১০টি পাল্টা পোস্ট করুন। আমরা কারও দালাল নই।”
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন:
- ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক
- স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী
- সাধারণ সম্পাদক রাজিব আহসান
- সহ সভাপতি নুরুজ্জামান সরদার
- ডি জেড বিন হাসান বিন সোহাগ
- দপ্তর সম্পাদক কাজী আব্দুল আল মামুন
- ঢাকা উত্তর স্বেচ্ছাসেবক দলের সভাপতি শেখ ফরিদ
এছাড়া, বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত আসিফের বাবা আব্দুর রাজ্জাক ও নিহত মকবুলের সহধর্মিণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
মোনাজাত ও সমাপ্তি
অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ওলামা দলের সদস্য সচিব অ্যাডভোকেট আবুল হোসেন।
👉 বিএনপির পক্ষ থেকে এটাকে একটি ষড়যন্ত্রমূলক প্রচারণা হিসেবে অভিহিত করা হচ্ছে এবং তারা রাজপথ ও অনলাইনে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিয়েছে।