ছবি সংযুক্ত
হবিগঞ্জ প্রতিনিধি :
মাগুরায় ধর্ষণের শিকার শিশু আছিয়ার মৃত্যুর প্রতিবাদে ও ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে কফিন মিছিল ও গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে হবিগঞ্জ কোর্ট জামে মসজিদ প্রাঙ্গণে জুম্মার নামাজ শেষে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজা শেষে একটি কফিন মিছিল বের হয়। হবিগঞ্জ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এ জানাজা ও কফিন মিছিলের আয়োজন করে।
মিছিলটি কোর্ট মসজিদের সামনে থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে হবিগঞ্জ সাইফুর রহমান টাউন হলে এসে শেষ হয়। পরে একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বর্তমান আইন বাতিল করে বিশেষ আইন করে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যু কার্যকরের দাবি জানান।