ফাঁসির অপেক্ষায় আছি
অ আ আবীর আকাশ
আছিয়ার লাশ আমার সামনে
আমার চোখে পানি নেই, বুকে যন্ত্রণাও নেই
আমি হাউমাউ করে কেঁদে দেখাতেও আসিনি
আছিয়ার মৃত্যুতে আমি শোকাহত নই।
আমি ধর্ষকের ফাঁসির অপেক্ষায় আছি
কবে ইন্টারনেটে ছড়াবে পৃথিবীময়
ধর্ষকের ছবিতে ভরে উঠবে ফেসবুক, ইন্সটাগ্রাম, টুইটার
পত্রিকার পাতায় অন্তত থার্ড লিড হবে
আছিয়ার ধর্ষকদের ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ড।
আছিয়া আমার সন্তান, আমার স্বপ্ন, আমার ভরসা
সে আমার কলিজা খেয়ে এসেছে দুনিয়ায়
আমি তাকে ভুলে যেতে পারি না
ভুলতে পারি না হাজার হাজার আছিয়ার
বুকে বয়ে চলা উত্তাল ক্ষত
আমি অপেক্ষায় আছি, কবে হবে বিচার
কবে হবে ফাঁসি!
এসব অপরাধীকে বাঁচাতে আইনি লড়াই করবে কে
সে সব উকিলদের মুখে পেচ্ছাপ করার
অপেক্ষায় আছি।
কান্না করে কাউকে দেখাতে আসিনি
অপরাধীর ফাঁসির অপেক্ষায় আছি।
*সাংবাদিক আবীর আকাশ এর বাড়ী, আছিয়ার মৃত্যুতে।
১৩ মার্চ, ২০২৫ ইং
যেন সব বিচার পায়
অ আ আবীর আকাশ
আছিয়ার দাপনের সাথে তার
বোনেরো হয়েছে দাপন
স্বামী সংসার হারিয়ে
শরীরে বইছে কাঁপন।
হাজার হাজার আছিয়ারা বেঁচে আছে
দাপন হয়েছে সম্ভ্রমের
আইনের দেয়াল টপকে পশু
বিচার হয়নি ধর্ষণের।
আইন যদি হয় সংশোধন
চাই সকল রায়
কোনো কেস বাতিল না হয়
দেখি ক’টা বিচার পায়।
নব্বই দিনে বিচার হলে
কমবে দেশে ঘৃণ্যতা
নারীর বুকে ওড়না থাকুক
না-ই থাক হীনমন্যতা।
• চন্দনকুটির, ১৩ মার্চ ২০২৫ আছিয়ার মৃত্যুতে।