চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অবৈধ দুই ইটভাটা বন্ধ ঘোষণা করে দেড় লাখ টাকা অর্থদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলার দাদনচক-বারোরশিয়া এলাকায় এ অভিযান চালানো হয়।
এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর আল মনসুর শোয়াইব। তিনি জানান, ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে দাদনচক-বারোরশিয়া এলাকায় দুই অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় বাটা ব্রিকসকে এক লাখ টাকা ও আরপি ব্রিকসকে ৫০ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়। একই সঙ্গে ওই দুই ইটভাটার অংশ বিশেষ গুড়িয়ে দেওয়াসহ বন্ধ ঘোষণা করা হয়।
ভবিষ্যতে অবৈধ ইটভাটা বন্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর আল মনসুর শোয়াইব ৷ অভিযানে পরিবেশ অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আবু সাঈদসহ আইনশৃংখলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।