ঢাকা, ১৩ মার্চ: আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি আগামী শুক্রবার (১৪ মার্চ) থেকে শুরু হবে। এবার সম্পূর্ণ টিকিট অনলাইনে বিক্রি করা হবে এবং টানা সাত দিন চলবে এ কার্যক্রম।
রেলপথ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১৪ মার্চের টিকিট কিনলে যাত্রীরা ২৪ মার্চ ভ্রমণ করতে পারবেন। এভাবে ১৫ মার্চ ২৫ মার্চের, ১৬ মার্চ ২৬ মার্চের, ১৭ মার্চ ২৭ মার্চের, ১৮ মার্চ ২৮ মার্চের, ১৯ মার্চ ২৯ মার্চের এবং ২০ মার্চ ৩০ মার্চের টিকিট সংগ্রহ করা যাবে।
টিকিট ইস্যুর সময়সূচি অনুযায়ী, পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে ইস্যু করা হবে। চাঁদ দেখার ভিত্তিতে ৩১ মার্চ, ১ ও ২ এপ্রিলের টিকিট পরবর্তীতে বিক্রি করা হবে।
এবার প্রতিদিন ঢাকা থেকে ৩৫,৩১৫টি অগ্রিম টিকিট বিক্রি করা হবে। তবে, গত বছরের তুলনায় ঈদ স্পেশাল ট্রেনের সংখ্যা কমিয়ে ৫ জোড়া করা হয়েছে।
অনলাইনে টিকিট বুকিংয়ে আগ্রহী যাত্রীদের দ্রুত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছে রেল কর্তৃপক্ষ, যাতে ভোগান্তি এড়ানো যায় এবং নির্বিঘ্নে ঈদযাত্রা নিশ্চিত হয়।