আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্র-জনতা মশাল মিছিল করেছে। সন্ধ্যা ৭টা ১০ মিনিটে রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে মিছিলটি শুরু হয়।
মিছিলটি নীলক্ষেত হয়ে হলপাড়া ঘুরে আবার টিএসসিতে এসে শেষ হয়।

আন্দোলনকারীরা ধর্ষণ ও নিপীড়নবিরোধী আন্দোলনে পুলিশি হামলার বিচার, মিথ্যা মামলা প্রত্যাহার, অব্যাহত ধর্ষণ-নিপীড়ন ও জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের অন্যায্য বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানান।
মিছিলে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন, যেমন ‘লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই’, ‘খুন ধর্ষণ নিপীড়ন, রুখে দাও জনগণ’।

এই মশাল মিছিলের মাধ্যমে ছাত্র-জনতা সারাদেশে চলমান হত্যা, ধর্ষণ ও নারী নিপীড়নের সুষ্ঠু বিচারের দাবি পুনর্ব্যক্ত করেছেন।
বাংলাদেশে গণআন্দোলন: সাবেক প্রধানমন্ত্রীর বিচারের দাবিতে হাজারো মানুষের মিছিল
