Satyajit Das (Moulvibazar Correspondent):
সিলেটের চায়ের রাজধানী ও পর্যটন শহর হিসেবে খ্যাত শ্রীমঙ্গলের যানজট এখন নিত্যদিনের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রধান সড়কগুলোতে দীর্ঘক্ষণ আটকে থাকছে যানবাহন, ব্যাহত হচ্ছে সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল। বিশেষ করে শিক্ষার্থী, কর্মজীবী ও রোগীবাহী অ্যাম্বুলেন্সের জন্য এই যানজট চরম ভোগান্তির সৃষ্টি করছে।

হবিগঞ্জ রোড, চৌমুহনা, সেন্ট্রাল রোড, স্টেশন রোড,মৌলভীবাজার রোডসহ শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে প্রতিদিনই যানজট লেগে থাকে। স্থানীয়রা বলছেন,অপরিকল্পিত বাসস্ট্যান্ড, ফুটপাত দখল, রাস্তায় যানবাহনের এলোমেলো পার্কিং, যথাতথা সিএনজি স্ট্যান্ড,ব্যাটারিচালিত রিকশা ও টমটমের দাপট এবং ট্রাফিক ব্যবস্থার দুর্বলতাই এই সমস্যার মূল কারণ।
ব্যবসায়ী অপূর্ব পাল বলেন,”শহরে শুধু টমটম ও ব্যাটারিচালিত রিকশার সংখ্যা লাগামছাড়া হয়ে গেছে,এমনটা নয়। প্রতিটি রাস্তায় বিভিন্ন মার্কেট ও দোকানের সামনে খালি জায়গা পেলেই সিএনজি গাড়ি গুলো স্ট্যান্ড বানিয়ে ফেলে। এতে আমাদের ব্যবসারও ক্ষতি হয়। এছাড়া ব্যস্ত সড়কগুলোতে এগুলোর কারণে যানজট দিনদিন আরও বেড়েই চলেছে।”
কলেজ রোডের বাসিন্দা সিনিয়র সাংবাদিক তিমির বণিক বলেন,”আগে অবৈধ রিকশাগুলো অলিগলিতে চলত,এখন প্রধান সড়কে নির্বিঘ্নে চলছে। কিন্তু দেখার যেন কেউ নেই! বেশ কয়েকদিন সংবাদ সংগ্রহের কাজে বের হয়ে সহকর্মী সহ আমি আহত হয়েছি এবং সাইকেলেরও ক্ষতি হয়েছে”।
ট্রাফিক ইন্সপেক্টর জালাল উদ্দিন ভূঁইয়া জানান,”শুধু ট্রাফিক পুলিশের পক্ষে যানজট নিরসন সম্ভব নয়। আমরা প্রতিদিনই অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি,কিন্তু সার্বিক সমাধানের জন্য সবাইকে সচেতন হতে হবে।”
শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম বলেন,”ফুটপাত দখলমুক্ত করতে নিয়মিত উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। তবে যানজট কমানোর দায়িত্ব ট্রাফিক পুলিশের।”
অনেকের আশার আলো এখন বাইপাস সড়ক প্রকল্প। শ্রীমঙ্গলের যানজট নিরসনে সরকার ৩৫৫ কোটি টাকা বাজেট অনুমোদন করেছে। ৬.২ কিলোমিটার দীর্ঘ বাইপাস সড়ক নির্মাণ হলে শহরের ভেতর দিয়ে যানবাহনের চাপ কমবে।
উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিন বলেন,”শ্রীমঙ্গল জেলা শহরের প্রবেশদ্বার হওয়ায় ও রাস্তা সুরু হওয়ায় যানজট সমস্যা তীব্র। বাইপাস সড়ক নির্মাণ প্রকল্প বাস্তবায়িত হলে যানজটের দুর্ভোগ অনেকটাই কমে আসবে।”
স্থানীয় বাসিন্দারা আশা করছেন,”দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হলে শ্রীমঙ্গলের যানজটের সমস্যার স্থায়ী সমাধান সম্ভব হবে”।