সদরপুর উপজেলা(ফরিদপুর) প্রতিনিধি
স্বতন্ত্র কমিশন নয়, এন,এই,ডির সার্বিক কার্য্যক্রম নির্বাচন কমিশনের অধীনে রাখার জন্য ষ্টান্ড ফর এন,আই,ডি কর্মসুচী পালন করেছে সদরপুর উপজেলা নির্বাচন কমিশনের কর্মকর্তা ও কর্মচারীরা।
বৃহস্পতিবার সকাল ১১ টায় ফরিদপুরের সদরপুর উপজেলার নির্বাচন কমিশনের কর্মকর্তা ও কর্মচারীরা “সেভ এন,এই,ডি,প্রোটেকটিভ ভোটার লিস্ট,,এনশিউর ডেমোক্রেসী “এই প্রতিপাদ্য বিষয়ে প্রশাসনিক ভবনের সামনে স্টান্ড ফর এন, এই,ডি, কর্মসুচী ও ২ ঘন্টা কর্মবিরতি পালন করেন।
উক্ত কর্মসুচীতে উপজেলা নির্বাচন কমিশন মোঃ নজরুল ইসলাম বলেন, গত ৪ মার্চ এন,আই,ডি সেবা কার্য্যক্রম সিভিল রেজিস্ট্রেশন কমিশন নামে একটি পৃথক কমিশনে নেওয়ার প্রস্তাব করে অন্তবর্তী সরকার। এ লক্ষ্যে জাতীয় পরিচয় নিবন্ধন আইন (রহিতকরন) অধ্যাদেশ ২০২৫ এর খসড়া নীতিগত ও চূরান্ত অনুমোদন দেয় প্রধান উপদেস্টা। কিন্ত এন,আইডি সেবা ইসির অধীনে থাকবে এটা আমাদের যৌক্তিক দাবী
এন,এই,ডি সিভিল রেজিস্ট্রেশন কমিশনের অধীনে থাকলে নাগরিক সেবা বাধাগ্রস্থ হবে। তিনি আরো বলেন, এন,আই,ডি ডাটাবেজ নির্বাচন কমিশনের সাথে সম্পুর্ক্ত বিষয় এটা আলাদা কোন বিষয় না। যেহেতু বাংলাদেশ নির্বাচন কমিশন, স্বাধীন, স্বতন্ত্র, সাংবিধানিক প্রতিষ্ঠান তাই এন আই ডির সকল কার্য্যক্রম নির্বাচন কমিশনের অধীনেই থাকবে এটা আলাদা করার কোন সুযোগ নাই।
কর্মসুচীতে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, সদরপুর উপজেলা নির্বাচন কমিশনের স্ক্যানিং অপারেটর মাহমুদুল হাসান, ডাটা এন্ট্রি অপারেটর ইমামুল ইসলাম, পরিচ্ছনতা কর্মী সীমা রহমান সহ প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
প্রতিবেদনে
Md. Sobahan Saikat
Sadarpur, Faridpur