Gaibandha Correspondent
দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদ ও জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দাবিতে বুধবার বাম গণতান্ত্রিক জোট গাইবান্ধা জেলা শাখা শহরে বিক্ষোভ মিছিল বের করে। পরে জেলা শহরের গানাসাস মার্কেটের সামনে বাম গণতান্ত্রিক জোট জেলা সমন্বয়ক মোস্তাফিজুর রহমান মুকুলের সভাপতিত্বে মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য দেন বাসদ মার্কসবাদী জেলা আহবায়ক আহসানুল হাবীব সাঈদ, বিপ্লবী কমিউনিস্ট লীগ জেলা সম্পাদক রেবতী বর্মন, বাসদ জেলা আহবায়ক কমরেড গোলাম রব্বানী প্রমুখ।
বক্তারা বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্যদিয়ে বিগত ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। দ্রব্যমূল্যের উর্ধ্বগতি লাগামহীন, সারাদেশে নারী—শিশু ধর্ষণ, নিপীড়ন বেড়েছে উদ্বেগজনক হারে, ঢাকাসহ সারা দেশে ডাকাতি, ছিনতাই, খুন, সন্ত্রাস, দখলদারিত্ব অব্যাহতভাবে বেড়ে যাচ্ছে। অন্তর্বতীর্ সরকার পুরোপুরি ব্যর্থতার পরিচয় দিচ্ছে। এই সময়ে সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হচ্ছে নারী আর গরীর মানুষ। তারা ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার অবিলম্বে পদত্যাগ দাবি করেন এবং এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে জনগণের প্রতি আহবান জানান।