Maruf Sarkar, reporter:
বাংলাদেশ শান্তির দল গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছে যে, বিগত কিছুদিন যাবৎ বাংলাদেশে নারী ও শিশু ধর্ষনের ঘটনা ক্রমশ:বেড়ে চলছে।
বিশেষ করে মাগুরায় সংগঠিত ৮ বছরের শিশু আছিয়ার ধর্ষন ও নির্যাতনের ঘটনাটি নিয়ে শান্তির দলের কেন্দ্রীয় সভায় দলের মহাসচিব ইঞ্জিনিয়ার মোঃ আ্রল মামুন উপস্থিত নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষন করেন এবং দলের সাংগঠনিক সম্পাদক বেলাল নূরী উক্ত সভা সঞ্চালনা করেন। শান্তির দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহদলের চেয়ারম্যান,আগামি দিনের বাংলদেশের রাষ্ট্র নায়ক,এ্যাডভোকেট সৈয়দ আবদুল্লাহ সহিদ শিশু আছিয়া ধর্ষন সহ বাংলাদেশে সকল ধর্ষনের ঘটনায় উদ্বেগ ও উৎকন্ঠা প্রকাশ করেন।
তিনি সরকার ও জনগনের নিকট প্রশ্ন রাখেন যে,এই দেশ,জাতি ও সরকার কি এতই মেধা ও বুদ্ধিহীন যে, কিছুতেই জাতি ও সরকার এই রুপ ধর্ষন বন্ধে ও প্রতিরোধে কার্যকর কোন ব্যবস্থা/আইনি ব্যবস্থা করতে সক্ষম নয়? দলের চেয়ারম্যান দৃঢ়মত ব্যক্ত করেন যে, দেশ ও সরকার যদি একান্ত আন্তরিকতা ও সতর্কতার সাথে চেস্টা করেন। দক্ষ ও আইনি জ্ঞান সম্পন্ন ব্যক্তিবৃন্দকে জড়িত করে এ বিষয়ে একটি জাতীয় টাস্ক ফোর্স/ জাতীয় কমিটি গঠন করত: সংশ্লিস্ট নারী ও শিশু নির্যাতন দমন আইন পুন: পর্যালোচনা পূর্বক উক্ত আইনের সর্বকার্যকরী একটি রুপ রেখা প্রনয়ন করে তবেই এরুপ ঘৃন্য ধর্ষন পূর্ন নিয়ন্ত্রন ও রোধ করা সম্ভব।
তিনি আরো বলেন যে, ধর্ষনের মত এ বড় ঘৃন্য ও কঠিন অপরাধ শুধুমাত্র আইন ও স্বরাস্ট্র মন্ত্রনালয়ের কয়েকজন কর্মকর্তার আইনি জ্ঞান ও আইনি ড্রাফটের মধ্যে নিয়ন্ত্রন করা সম্ভব নয় এবং সম্ভব হচ্ছেনা।
শান্তির দলের চেয়ারম্যান অনতিবিলম্বে এ বিষয়ে বাংলাদেশ সরকারকে একটি জাতীয় টাস্ক ফোর্স গঠন করত: সর্বকার্যকরী এক আইন প্রনয়ন ও বাস্তবায়নের পরামর্শ প্রদান পূর্বক আহবান করেন।
তিনি ২ জন সুপ্রিম কোর্টের বিচারপতি, ২ জন সচিব,নারী শিশু কোর্টের অভিজ্ঞতা সম্পন্ন ২ জন বিচারক, পুলিশের ২ জন উর্ধতন কর্মকর্তা,আইন মন্ত্রনালয়ের ড্রাফটিং শাখার ২ জন কর্মকর্তা, সুপ্রিম কোর্টের ২ জন আইনজীবী, এন.জি.ও. এবং মানবধিকার সংস্থা থেকে ২ জন মহিলা প্রতিনিধি, ২ জন বিশিষ্ট সাংবাদিক,পাবলিক বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২ জন শিক্ষক,সুশিল সমাজ থেকে ২ জন, সাংস্কৃতিক সংগঠন থেকে ২ জনের সমন্বয়ে ২৭/৩১ সদস্য বিশিষ্ট উক্ত কমিটি/টাস্কফোর্স গঠন করার অভিমত ব্যক্ত করেন এবং সরকারকে এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহন করার আহবান জানান।