Satkhira Correspondent ,এস এম হাবিবুল হাসান :
বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দলের অধিনায়ক আফঈদা খন্দকার প্রান্তির সাতক্ষীরায় আগমনে বিভিন্ন সংগঠনের পক্ষে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়েছে। বুধবার(১২ মার্চ) দুপুর ২টায় ঢাকা থেকে পরিবহন যোগে সাতক্ষীরায় পৌঁছালে শহরের তুফান মোড়ে তাকে এই ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
বাংলাদেশ জতীয় মহিলা দলের অধিনায়ক আফঈদা খন্দকার প্রান্তির ফুলেল শুভেচ্ছা দেন আন্তর্জাতিক পুরুস্কার প্রাপ্ত ক্রীড়া সংগঠক ও সাজেক্রীসের সাবেক যুগ্ম সম্পাদক মীর তাজুল ইসলাম রিপন,সাবেক যুগ্ম সম্পাদক সাইদুর রহমান শাহিন, সাবেক কার্যনির্বাহি সদস্য প্রান্তির বাবা খন্দকার আরিফ হাসান প্রিন্স,মা মমতাজ খাতুন মিরা,বোন প্রাপ্তি, সাবেক কার্যনির্বাহী সদস্য ও ক্রীড়া সংগঠক ও সাবেক ফুটলার কাজী কামরুজ্জামান,মহিলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ফারহা দীবা খান সাথী,সাবেক কার্যনিবাহী সদস্য শিমুন সামস,এরিয়ান্স ক্লাবের সভাপতি তোফায়েল আহমেদ,ফুটবলার রেজাউল ইসলাম খোকন,শেখ রবিউল ইসলাম সুমন,সহ সাতক্ষীরার বিভিন্ন পর্যায়ে ক্রীড়া ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।
এছাড়া অধিনায়ক প্রান্তি তার নিজ বাড়িতে পৌঁছালে পাড়াপ্রতিবেশি ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ তাকে ফুল দিয়ে বরন করে নেন।