Satyajit Das (Moulvibazar Correspondent):
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার গাজিটেকা-আইলাপুর এলাকার একটি দোকানে চকলেট কিনতে গিয়ে পাশবিক নির্যাতনের শিকার হওয়া তিন বছরের শিশুটির চিকিৎসার দায়িত্ব নিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান।
পাশবিক নির্যাতনের শিকার হওয়া তিন বছরের শিশুটির মা, মঙ্গলবার (১১ মার্চ) জানান,’
গতকাল সোমবার (১০ মার্চ) রাতে নাসের রহমান সাহেব আমার সঙ্গে ফোনে কথা বলেন এবং জানান যে,তিনি শিশুটির চিকিৎসার সমস্ত খরচ বহন করবেন। পাশাপাশি মামলার সঠিক চার্জশিট তৈরি করতে পুলিশ প্রশাসনের সঙ্গে আলোচনা করবেন এবং মামলার খরচও তিনি বহন করবেন বলে আশ্বাস দেন’।
শিশুটির মা আরও জানান,’ঘটনার পর থেকে নিরাপত্তাহীনতায় ভুগছেন,কারণ বাসার মালিক তাকে হুমকি দিচ্ছেন। তিনি আরও জানান, ঘটনার পর শিশুটিকে হাসপাতালে নিতে দেওয়া হয়নি। তবে, নাসের রহমান তাকে আশ্বস্ত করে বলেন, “আপনি একা নন, আমি আপনার পাশে আছি।’
এ ঘটনায় শিশুটির মা থানায় অভিযোগ দায়ের করলে,দোকান মালিক নজরুল ইসলামের ছেলে রেদওয়ান ইসলাম আরিফকে গ্রেপ্তার করা হয় এবং তাকে কিশোর সংশোধন কেন্দ্রে পাঠানো হয়েছে।
এদিকে,গতকাল সোমবার রাতে মৌলভীবাজার থেকে একটি প্রতিনিধি দল শিশুটির মায়ের সঙ্গে দেখা করতে যায়। প্রতিনিধি দলে ছিলেন মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক জনি আহমেদ,ছাত্রদল নেতা আখলাকুর রহমান জাবের, জামিল আহমেদ তানভীর ও জুবেদ হোসেন। তারা শিশুটির জন্য ফল এবং চকলেট নিয়ে যান এবং নাসের রহমানের পক্ষ থেকে ২০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন।
বর্তমানে শিশুটি সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নাসের রহমান জানিয়েছেন,শিশুটির সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে তিনি আরও সহায়তা প্রদান করবেন।