স্টাফ রিপোর্টার, পাবনা
পাবনা-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও পাবনার চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হাসাদুল ইসলাম হীরা বলেছেন, বিএনপিতে একটা কুলাঙ্গারের জায়গা থাকবে না। একটা বেয়াদবের জায়গা থাকবে না। মাস্তানী করবেন, ছেচরামী করবেন, চুরি করবেন, ডাকাতি করবেন সেইসব বেয়াদবদের জায়গা বিএনপিতে থাকবে না। এখনও সময় আছে ঘুরে দাঁড়ান। বিএনপি করতে হলে ভদ্রভাবে বিএনপি করতে হবে।
সোমবার (১০ মার্চ) উপজেলার হরিপুর খেলার মাঠে হরিপুর ইউনিয়ন বিএনপি এবং সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত কর্মী সম্মেলন, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হীরা বলেন, আমরা কোনো কাদা ছোঁড়াছুঁড়ি করবো না। এদেশের মানুষ অন্ধ নয়, এদেশের মানুষ বোবা নয়। এদেশের মানুষ চোখেও দেখে, কানেও শোনে। কে কি করেছে এদেশের মানুষ জানে। সাংবাদিক ভাইদের সামনে সরাসরি বলে যাই, যদি আমি অন্যায় করি, আমার বিরুদ্ধে আপনারা কলম ধরেন। সে যত বড়ই ক্ষমতাশালীই হোক না কেন। এটা তারেক রহমানের কথা।
তিনি বলেন, কেউ দেখাতে পারবেন না কেউ বিএনপি করলে তারা দলবাজী করছে, চাঁদাবাজী করছে। আমি সাংবাদিক ভাইদের বলবো শুধু ইউনিয়নে নয়, উপজেলা পৌর যেখানে যারা চাঁদাবাজী করবে বা করছে তাদের বাই নেমে নিউজ লেখা শুরু করে দেন। এর জন্য যদি কোনো সমস্যা হয় আমি আপনাদের সাথে থাকবো। আমি চাই বিএনপির কেউ যেন সে ভুল না করে। এখন যে ভুল করবে তার কোনো ক্ষমা নাই। মাশুল তাকেই দিতে হবে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন, হরিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নজির সরকার, গুনাইগাছা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম মওলা, ডিবিগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মজনু সরকার, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল, চাটমোহর পৌর যুবদলের সদস্য সচিব শহিদুল ইসলাম, চাটমোহর পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মুতালিব, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবীর, হরিপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মহসিন আলম, হরিপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মোস্তফা কামাল শরিফ, সাবেক সভাপতি রেজাউল করিম, ইউল্যাব বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাব্বির হোসেন প্রমুখ।
শেষে দোয়া পরিচালনা করেন হরিপুর বুড়িপাড়া জামে মসজিদের ইমাম মো. জামিলুর রহমান।