কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
ইটনায়”দূর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাচায় প্রাণ ক্ষয়ক্ষতি” শ্লোগানে পাথফাইন্ডার ইন্টরান্যশনাল বাংলাদেশ WLCR প্রকল্পের আয়োজন ও পপি সংস্থার সার্বিক সহযোগিতায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন। মঙ্গলবার সকালে বড়িবাড়ি উচ্চ বিদ্যালয়ের মাঠে সচেতনতার লক্ষে আলোচনা সভায় দূর্যোগের প্রস্ততি, করনীয়, এবং ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহরা অনুষ্ঠিত হয়। এখানে ভূমিকম্প হলে বা অগ্নিকান্ড ঘটলে কি ভাবে প্রাথমিক প্রস্ততি নেবে তার উপর ও মহরা অনুষ্ঠিত হয়। মহরায় স্কুলের ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মচারী ছাড়াও স্থানীয় জনগণ উপস্থিত থেকে ভুমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া পর্যবেক্ষণ করে।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পাথফাইন্ডার ইন্টারন্যশনাল রেজিলিয়োন্স অফিসার কামরুল ইসলাম, পপি প্রোগ্রাম কো-অর্ডিনেটর সত্যেনন্দ্রনাথ মিত্র, বড়িবাড়ি ইউপি চেয়ারম্যন আব্দুস সাত্তার ও প্রশাসনিক কর্মকার্তা সাইফুল ইসলাম প্রমুখ। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ইটনার সার্বিক সহযোগিতায় এই মহড়া অনুষ্টিত হয়।