লিমন মিয়া, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি :
জামালপুরের সরিষাবাড়ী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ) সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কনফারেন্স রুমে এ সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরুণ কৃষ্ণ পালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ, সড়ক নিরাপত্তা এবং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার ভূমি লিজা রিছিল, সরিষাবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ চাঁদ মিয়া, আনসার-ভিডিপি কর্মকর্তারা,উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আন্নু মিয়া, সরিষাবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকারিয়া জাহাঙ্গীরসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন। সভায় আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে শহর থেকে গ্রামমুখী মানুষের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ আলোচনা করা হয়।
সভায় বক্তারা উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। পাশাপাশি বিভিন্ন অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর জোর দেওয়া হয়।
উপস্থিত জনপ্রতিনিধিরা জানান, মাদক নিয়ন্ত্রণ, চুরি-ডাকাতি প্রতিরোধ এবং সড়ক দুর্ঘটনা হ্রাসে সম্মিলিতভাবে কাজ করতে হবে। এছাড়া, বিভিন্ন ইউনিয়নের প্যানেল চেয়ারম্যানরাও স্থানীয় পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার প্রতিশ্রুতি দেন।
সভায় গৃহীত সিদ্ধান্তগুলোর দ্রুত বাস্তবায়ন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল বিভাগকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।