Maruf Sarkar, reporter:
দেশবাসীকে নিরাপদে থাকার বার্তা দিলেন ইনসানিয়া বিপ্লব বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত। গণমাধ্যমে প্রেরিত এক বার্তায় তিনি এসব কথা বলেন।
আল্লামা ইমাম হায়াত বলেন, প্রিয় দেশবাসী সব ধর্মের সকল মানবিক ভাই বোন!
আমাদের সবার জীবন- ধর্ম- রাষ্ট্র-গণতন্ত্র-নিরাপত্তা- স্বাধীনতা- অধিকার- নাগরিকত্ব- সহায় সম্পদ জিবিকা রক্ষায় আমাদের সবার সমান সম্মিলিত মালিকানা ভিত্তিক সর্বজনীন মানবতার রাষ্ট্র গড়ে তোলার লক্ষ্যে আমরা সব মানুষের প্রতিনিধিত্বশীল মানবতার রাজনীতির একমাত্র দিশা ও সংগঠন বিশ্ব ইনসানিয়াত বিপ্লব।
আমাদের সবাইকে ভোট দিয়ে নিজেদের অস্তিত্ব রক্ষা করতে হবে, না হয় একক ধর্মের নামে অধর্ম উগ্রবাদি জংগীবাদি সাম্প্রদায়িক সন্ত্রাসবাদি হিংস্র স্বৈররাজনীতি ও একক বস্তুবাদি জাতীয়তাবাদি পাশবিক স্বৈররাজনীতির স্বৈরদস্যুতার ভয়ংকর গ্রাসে আমাদের সবার জীবন ও ধর্ম এবং রাষ্ট্র ও গণতন্ত্র ধ্বংস হয়ে যাবে, আমাদের সবার জীবনের নিরাপত্তা- স্বাধীনতা- অধিকার- নাগরিকত্ব হরন হয়ে যাবে। আমাদের সবার অস্তিত্ব রক্ষার একমাত্র উপায় ইনসানিয়াত বিপ্লব।