Staff Reporter
Abdus Salam Molla
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় কৃষি অধিদপ্তরে প্রণোদনা ও পুনর্বাসন তীল বীজ ওসার বিতরণ কর্মসূচির আওতায় উপজেলা কৃষি অফিস চরভদ্রাসন ৬৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে গ্রীষ্মকালীন তিল বীজ ও রাসায়নিক সার বিতরণ করেন কৃষি অধিদপ্তর।
সোমবার ১০ মার্চ ২০২৫ ইং সকাল ১১টায় উপজেলা চত্বরে এ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুন ও উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মামুনুর রহমান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মোঃ শাখাওয়াত হোসেন, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার নিলকমল সন্ন্যাসী, উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ অফিসার মামুন অর রশিদ, উপজেলার বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগন,ও উপজলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ কুদ্দুস আলী, চরভদ্রাসন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাদ খান ও প্রণোদনা গ্রহণকারী কৃষকরা উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মামুনুর রহমান জানান, প্রতিজন কৃষকের মাঝে ১ কেজি তিল বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি করে এমওপি সার প্রদান করা হচ্ছে। এই কৃষি প্রণোদনা কর্মসূচির মাধ্যমে কৃষকদের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি তাদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
কৃষি ডিপার্টমেন্টের এমন মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সুশীল সমাজ।