Bidhan Mandal, Faridpur Representative:
ফরিদপুরের নগরকান্দায় সন্তানদের চরম অবহেলায় দুর্বিষহ জীবন যাপন করছে অশীতিপর এক বৃদ্ধা মা। সবজান খাতুন নামের এই বৃদ্ধা মাকে দীর্ঘদিন ধরে ছাগল পালনের একটি ঘরে তালাবদ্ধ করে রেখেছেন তারই ছেলে আবুল কালাম।
এলাকাবাসী সুত্রে জানাগেছে, উপজেলার শহিদনগর ইউনিয়নের দেলবাড়িয়া গ্রামের মৃত হামিদ শেখের স্ত্রী সবজান খাতুন। তার পুত্রবধু ও সন্তান বিভিন্ন সময়ে বৃদ্ধা সবজান খাতুনকে নানান রকম মানসিক ও শারীরিক নির্যাতন করে আসছেন। দীর্ঘদিন ধরে তাকে ঠিক মত খাবার না দেওয়া, পরিচর্যা না করে সব সময় ঘরের মধ্যে অবরুদ্ধ করে রাখেন।
এ ব্যাপারে আবুল কালাম বলেন, আমার মাকে আমি যেমন খুশি তেমন রাখবো,তাতে মানুষের কি?
এ বিষয়ে নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাফী বিন কবির বলেন, বিষয়টি জানতে পেরেছি। ঘটনাস্থলে গিয়ে বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে। অসহায় বৃদ্ধাকে সহযোগিতার জন্য যা যা করা দরকার তাই করা হবে।