পলাশ মন্ডল, সারিয়াকান্দি প্রতিনিধি:
“দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি বাঁচায় ক্ষয়ক্ষতি” এই শ্লোগানকে সামনে রেখে বগুড়ার সারিয়াকান্দিতে সােমবার (১০মার্চ) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে পাবলিক মাঠে অগ্নিকান্ড বিষয়ক সচেতনতা বৃদ্ধি মহড়া ও আলােচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার রহমান। এসময় পৌর বিএনপির সভাপতি সাহাদৎ হোসেন সনি, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুল মাজেদ, কৃষি কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহ্, সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হারুন অর রশীদ, উপসহকারী প্রকৌশলী জাহিদুর রহমান, ফায়ার সার্ভিস স্টেশন অফিসার সুজন মিয়া, লিডার আনোয়ার হোসেন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ
স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।