আজ ১০ মার্চ, ২০২৫ (সোমবার) সকাল ১০:০০ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সকল নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবীতে নন-এমপিও সংগঠনের মোর্চা “সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদ’’ এর উদ্যোগে ১৬তম দিনের শিক্ষকদের লাগাতার অবস্থান কর্মসূচি চলমান রয়েছে। প্রধান সমন্বয়ক প্রিন্সিপাল মোঃ সেলিম মিঞার সভাপতিত্বে ১৬তম দিনে লাগাতার অবস্থান কার্যক্রম শুরু হয়।
গত ২৩ ফেব্রুয়ারি ২০২৫, তারিখ হতে অব্যাহত অবস্থান কর্মসূচিতে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির লক্ষ্যে পূর্ব ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী আজ বেলা ১২ টায় অবস্থানরত সকল নন এমপিও শিক্ষকদের নিয়ে এমপিওভুক্তির দাবিতে মাননীয় শিক্ষা উপদেষ্টার সাক্ষাতের উদ্দেশ্যে সচিবালয় অভিমুখে পদযাত্রা করা হয়। পদযাত্রাটি শিক্ষা ভবনের সামনে গেলে সেখানে পুলিশী বাধায় সেখান থেকে পল্টন মোড় হয়ে প্রেসক্লাবের পূর্ব দিক দিয়ে সচিবালয় অভিমুখে গেলে পুলিশ বাধা দেয় এবং রমনা জোনের ডিসি জানান, আজকে শিক্ষা উপদেষ্ট ব্যস্ত আছেন, আগামীকাল শিক্ষা উপদেষ্টার সাথে সাক্ষাতের ব্যবস্থা করে দিবেন বলে জানান। এরপর পদযাত্রাটি প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।
বিশিষ্টজন, সংবাদকর্মী ও নন এমপিও শিক্ষকদের সম্মানে আজ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। সংশ্লিষ্ট সকলকে উক্ত কর্মসূচিতে অংশগ্রহণের জন্য অনুরোধ জানানো হয়।
অবস্থান কর্মসূচি হইতে পরবর্তী ২ দিনের কর্মসূচি:-
১। ১১ মার্চ ২০২৫, মঙ্গলবার সকাল ১০টায় মেহেরপুর জেলার সদর উপজেলার নন এমপিও প্রভাষক রোকনুজ্জামান রিপনের অকাল মৃত্যুতে জাতীয় প্রেসক্লাবের সামনে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হবে।
২। ১১ মার্চ ২০২৫, মঙ্গলবার বেলা ১১.৩০ টায় এমপিওভুক্তির দাবিতে মাননীয় প্রধান উপদেষ্টার সাক্ষাতের উদ্দেশ্যে যমুনা অভিমুখে পদযাত্রা।
৩। ১২ মার্চ ২০২৫, বুধবার বেলা ১১.৩০ টায় এমপিওভুক্তির দাবিতে মুখে লাল কাপড় বেঁধে রাজপথে মিছিল।
অবস্থান কর্মসূচিতে আরো বক্তব্য রাখেন, নন-এমপিও সংগঠনের মুখ্য সমন্বয়ক অধ্যক্ষ মোঃ দবিরুল ইসলাম, মুখ্য সমন্বয়ক অধ্যক্ষ মোঃ নাজমুস সাহাদাত আজাদী, সাংগঠনিক সমন্বয়ক অধ্যক্ষ মোঃ মনিমুল হক, যুগ্ম সাংগঠনিক সমন্বয়ক অধ্যক্ষ মোঃ ইমরান বিন সোলায়মান, সমন্বয়ক অধ্যক্ষ সাজ্জাদ হোসেন, সমন্বয়ক অধ্যক্ষ আব্দুস সালাম, সমন্বয়ক অধ্যক্ষ বাকী বিল্লাহ, সমন্বয়ক প্রধান শিক্ষক আবু বক্কর মোঃ এরশাদুল হক, সমন্বয়ক সুপার মোঃ ফরহাদ হোসেন বাবুল, সমন্বয়ক প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান, সমন্বয়ক অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান, সমন্বয়ক অধ্যক্ষ মোঃ আবতাবুর আলম সহ আরো অনেকে।