কুষ্টিয়া ৯ মার্চ ২০২৫
আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের উপর হামলাসহ দুটি হত্যা চেষ্টা মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন কুষ্টিয়ার একটি আদালত। রোববার বেলা ৩টার দিকে সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে কড়া পুলিশ পাহারায় আদালতে হাজির করা হলে কুষ্টিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানা তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালত সূত্র জানায়, ২০১৮ সালের ২২ জুলাই একটি মানহানির মামলায় কুষ্টিয়ার আদালতে হাজিরা দিতে আসলে নগ্ন হামলার শিকার হন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। পরে ২০২৪ সালের ১০ অক্টোবর মাহমুদুর রহমান নিজে বাদী হয়ে কুষ্টিয়া সদর থানায় ৪৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই মামলার চার নম্বর আসামি হাসানুল হক ইনু। এছাড়া ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় আহত শরিফুল ইসলাম বাদী হয়ে আরো একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। ওই মামলাতেও হাসানুল হক ইনুকে আসামি করা হয়। দুটি মামলায় রোববার বেলা আড়াইটার দিকে হাসানুল হক ইনুকে কড়া পাহারায় কুষ্টিয়ায় আদালতে হাজির করা হয়। এ সময় বিপুল সংখ্যক জাসদ নেতাকর্মী আদালত চত্বরে ভীড় করেন।
Trending
- যুক্তরাষ্ট্রের সাবেক কূটনীতিকদের সঙ্গে এবি পার্টির মতবিনিময়: আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ ও বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি আলোচনা
- মিরপুরে তানযীমুল উম্মাহ মাদ্রাসায় ৯ বছর বয়সী শিশুর নির্মম নির্যাতন: পরিবারের ক্ষোভ
- যৌন নিপীড়ন মোকাবিলায় হটলাইন চালু করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার
- গাজীপুরের শ্রীপুরে ৮ বছরের শিশু ধর্ষণ: ধর্ষক আরমান মিয়াকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ
- কক্সবাজারে সাংবাদিক শাহীন মাহমুদ রাসেলকে মাদক মামলায় ফাঁসানোর চক্রান্ত, নেপথ্যে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের এডি দিদারুল আলম
- ইউক্রেনের ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গি এবং এআই-সক্ষম স্বায়ত্তশাসিত যুদ্ধের বর্তমান ক্ষমতা
- ডিপসিক, হুয়াওয়ে, রপ্তানি নিয়ন্ত্রণ এবং মার্কিন-চীন এআই প্রতিযোগিতার ভবিষ্যৎ
- চীনের প্রতিরক্ষা বাজেট: স্থিতিশীল বৃদ্ধি ও ভবিষ্যতের লক্ষ্য