জুয়েল রানাঃ
কুষ্টিয়া সদর উপজেলার হরিনারায়ণপুরে ধর্ষণ বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি সারাদেশে ব্যাপক আকারে ধর্ষণ বেড়ে যাওয়ায় গতকাল রবিবার কুষ্টিয়া সদর উপজেলার হরিনারায়ণপুরের আশেপাশের ছাত্রজনতা এই বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করে।

দুপুর ২ টায় হরিনারায়ণপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে হরিনারায়ণপুর বাজারে পদক্ষিণ করে সদরঘাট নামক স্থানে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে এই বিক্ষোভ মিছিল শেষ হয়।
এসময় ছাত্র জনতা বলেন ধর্ষকদের ঠিকানা সোনার বাংলায় হবে না,সারা বাংলায় খবর দে, ধর্ষকদের কবর দে এমন সব স্লোগান দিয়ে তারা ঘন্টাব্যাপী তাদের কর্মসূচি পালন করে।
উল্লেখ্য মাগুরায় বোনের বাড়ী বেড়াতে গিয়ে ৮ বছরের শিশু ধর্ষণ ও গত ৮ই মার্চ সারাদেশে প্রায় ১১ টি ধর্ষণের ঘটনায় এই কর্মসূচি পালন করেছে ছাত্রজনতা।