শুরু হতে যাচ্ছে চ্যাম্পিয়নস ট্রফির নবম আসরের।
শিরোপা জয়ের লড়াইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে ভারত। ৯ মার্চ,রোববার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার। এই নিয়ে টানা ভারত ১৫ ম্যাচ এবং রোহিত ১২ ম্যাচে টস হারলেন।
টুর্নামেন্টে এখনও পর্যন্ত একমাত্র অপরাজিত দল ভারত। গ্রুপ পর্বে টানা তিনবার জয়ের পর সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে পা রাখে তারা। তৃতীয় বারের মত শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নামছে রোহিত শর্মার দল। অপরিবর্তিত একাদশ নিয়ে ফাইনালে মাঠে নামছে ভারত।
অন্যদিকে বেশ ছন্দে রয়েছে নিউজিল্যান্ড। গ্রুপ পর্বে এই ভারতের কাছেই শুধু হেরেছিল কিউইরা। তবে সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুর্দান্ত জয়ে ফাইনালে নাম লেখায় মিচেল স্যান্টনারের দল।
২৫ বছর ধরে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিততে না পারার আক্ষেপ ঘোচানোর চ্যালেঞ্জ কিউইদের সামনে। সর্বশেষ ২০০০ সালে চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা জিতেছিল নিউজিল্যান্ড।