মো. নাছির উদ্দিন, চাঁদপুর প্রতিনিধি।।
চাঁদপুর শহরের কোড়ালিয়া এলাকায় জাকিরের ভবনের চতুর্থ তলায় চুলার গ্যাস লিকেজে একই পরিবারের ৬ জন দগ্ধ হয়েছে। তন্মধ্যে চারজনকে গুরুতর অবস্থা ঢাকা বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।
রোববার (৯ মার্চ) ভোররাতে সাহরী খেতে গিয়ে খাবার গরম করতে যান পুত্রবধূ খাদিজা বেগম। ওই সময় গ্যাসের চুলা লিকেজ হয়ে এই দুর্ঘটনার শিকার হন পরিবারটি।
দগ্ধরা হলেন, ভাড়াটিয়া আবদুর রহমান (৬০), তার স্ত্রী শাহনাজ বেগম (৫৫), ছেলে ইমাম হোসেন সর্দার (৩৫), মহিন সর্দার (১৬), পুত্রবধূ খাদিজা বেগম (২৫), মিরাজের স্ত্রী নিপা আক্তার (২২)। তাদের মধ্যে চারজনকে ঢাকা বার্ন ইউনিটে পাঠানো হয়। পরে অপর ২ জনকে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক।
পরিবারের সদস্য লিজন তালুকদার বলেন, বাসায় ১১ জন ছিল। এরমধ্যে ৬ জন দগ্ধ হয়। আবদুর রহমানের ছোট ছেলে রাতে বাসা থেকে বেরিয়ে পড়েন। রাতে বাসার দরজায় তালা লাগিয়ে রাখে। এতে করে আগুন পুরো বাসায় ছড়িয়ে পড়লে তারা বাসা থেকে বের হতে বিলম্ব হয়।
প্রতিবেশী বাসার ও রাশিদা বেগম বলেন, সাহরী খেতে উঠার পর বিকট আওয়াজ ও চিৎকার শুনতে পান তারা। পরে দরজা খুলতে বিলম্ব হয়। দরজার খোলার পরে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
চাঁদপুর জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. মাহমুদুল হাসান বলেন, তাদের শরীরের হাত-পা, মুখ মন্ডল দগ্ধ হয়েছে। প্রথমে প্রাথমিক চিকিৎসা শেষে ৪ জনকে ঢাকায় প্রেরণ করা হয়। পরে বাকী দুজনকেও ঢাকায় পাঠানো হয়।