সালেক হোসেন রনি, কিশোরগঞ্জ
সরকার এক দিন বয়সের লেয়ার মুরগির বাচ্চা প্রতিটি ৫৭ টাকা এবং ব্রয়লার প্রতিটি ৫৩ টাকা নির্ধারণ করে দিলেও পোল্ট্রির বাচ্চা উৎপাদনকারী প্রতিষ্ঠানের সহযোগিতায় একটি অসাধু চক্র সিন্ডিকেটের মাধ্যমে লেয়ার মুরগির বাচ্চা ৯০ টাকা থেকে ১০০ টাকা এবং ব্রয়লারের বাচ্চা ৮০ টাকা থেকে ৯০টাকা দরে বিক্রি করছে সেই সাথে ফিড, ভ্যাকসিন ও ঔষধের দামের উর্দ্ধগতির কারণে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় সরকার নির্ধারিত মূল্যে জেলার খামারীরা সরকার নির্ধারিত মূল্যে ডিম ও মুরগী বিক্রি করতে পারছে না বলে অভিযোগ করেছে বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশন কিশোরগঞ্জ জেলা শাখা।
শনিবার ( ৮ মার্চ) বিকাল পাঁচটায় শহরের উজান ভাটি হল রুমে এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেছে এই সংগঠনটি।
এসময় তারা বলেছেন উৎপাদন খরচের চেয়ে অনেক কম দামে ডিম ও মুরগী বিক্রি করতে হচ্ছে যার কারণে ব্যাপক লোকসানের মুখে পড়ছে খামারীরা। অনেকে পুঁজি হারিয়ে বন্ধ করেছে খামার । সম্মেলনে বক্তারা পোল্ট্রি শিল্পকে বাচাঁতে সরকারকে কৃষি খাতের মতো পোল্ট্রি খাতকেও ভুর্তকির আওতায় আনার দাবি জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশন কিশোরগঞ্জ জেলা শাখার উপদেষ্টা খালেদ সাইফুল্লাহ সোহেল, আহবায়ক মো.সাদেকুর রহমান, মো. রফিকুল ইসলাম, মো. নরুল আরেফিন লিংকন, আব্দুল ওয়াদুদ, সদস্য মো. শহীদ মল্লিক । কিশোরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি এ.কে নাছিম খান, সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী, সহ-সম্পাদক মুনিরুজ্জামান খান চৌধুরী সোহেল।
সংবাদ সম্মেলনে জেলার কয়েক শতাধিক খামারী উপস্থিত ছিলেন। পরে খামারিদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে মোনাজাত পরিচালনা করেন খামারী হাফেজ মাও রাশিদ আহমেদ।