গাইবান্ধা প্রতিনিধি :
গাইবান্ধা সাদুল্যাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল শুক্রবার বিকেলে ভাতগ্রাম স্কুল ও কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিলে নির্বাচন পরিচালনা কমিটি হিসেবে আহবায়কের দায়িত্বে ছিলেন আবু সাঈদ মো. সাহারুল হুদা, সদস্য হারুন অর রশিদ ও মো. রফিকুল ইসলাম।
কাউন্সিলে সভাপতি পদে ২ জন ও সাধারণ সম্পাদক পদে ২ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। সভাপতি পদে আবু হারেছ মো. জামিউল আহসান চেয়ার প্রতীক নিয়ে ৩১২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকট প্রার্থী একেএম রিয়াজুল করিম ভোট পেয়েছেন ৪২ ভোট। সাধারণ সম্পাদক পদে মো. রিয়াজুল ইসলাম ঘোড়া প্রতীক নিয়ে ৩৩৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী মো. সেলিম মিয়া ফুটবল প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ১২ ভোট। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে মো. শাহ আলম মিয়া মাছ প্রতীক নিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।