মোস্তাফিজুর রহমান, গাইবান্ধা (সাঘাটা ফুলছড়ি): গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া সরকারি খাদ্য গুদামে মজুদ থাকা প্রায় ৮৯ মেট্রিক টন খাদ্যশস্য উধাও হওয়ার ঘটনায় দায়ের করা দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় ছয় নম্বর আসামি ব্যবসায়ী আলতাফ হোসেন প্রধানকে (৪৬) গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৮ মার্চ) সকাল ১০টার দিকে সাঘাটার হেলেঞ্চা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন সাঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বাদশা আলম।
গ্রেফতারকৃত আলতাফ হোসেন প্রধান স্থানীয়ভাবে একজন ব্যবসায়ী হিসেবে পরিচিত। দুদকের দায়ের করা মামলায় তার বিরুদ্ধে খাদ্য গুদামের অনিয়মের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।
এ বিষয়ে সাঘাটা থানার ওসি বাদশা আলম বলেন, “আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছিল। এবং মামলাটি সদর থানায় তদন্তাধীন রয়েছে।
উল্লেখ্য বিগত ২০২২ সালে ২৩ আগষ্ট বোনারপাড়া সরকারি খাদ্য গুদামে মজুদ থাকা প্রায় ৮৯ মেট্রিক টন খাদ্যশস্য উধাও হওয়ার ঘটনায় খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (এলএসডি) জিয়াউর রহমান জিয়া-কে সাময়িক বরখাস্ত করা হয়। পাশাপাশি ৬ জনের বিরুদ্ধে সাঘাটা থানায় এবং দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ দায়ের করা হয়।