Lalmohammad Kibria:
শেরপুরে পৃথক পৃথক ভাবে ৮ মার্চ শনিবার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারী সমাবেশ ও বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে
জেলা প্রশাসন, মহিলা বিষয়ক শেরপুর পৌরসভা, অধিদপ্তর,নাগরিক প্ল্যাটফরম, জনউদ্যোগ।
মহিলা পরিষদ ও উদীচী সহ কয়েকটি সহযোগী সংগঠন শহরের নিউমার্কেট সাংবাদিক বিপ্লবী রবি নিয়োগী সভাকক্ষের সামনে নারী সমাবেশের আয়োজন করে।
বাংলাদেশ মহিলা পরিষদ শেরপুর জেলা শাখার সহ-সভানেত্রী লুৎফুন্নাহারের সভাপতিত্বে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদিকা নীরু শামছুন্নাহার নীরা, জনউদ্যোগ আহ্বায়ক শিক্ষক আবুল কালাম আজাদ, উদীচী শিল্পীগোষ্ঠী শেরপুর জেলা সংসদের সাধারণ সম্পাদক শুভজিৎ নিয়োগী, সিপিবি নেতা সোলায়মান আহমেদ প্রমুখ।
বক্তারা নারীর প্রতি সহিংতা বৃদ্ধির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেন, দেশব্যাপী খুন, রাহাজানি, ধর্ষন, সহিংসতার ঘটনা বেড়েইে চলেছে। উগ্রতা, ধর্মান্ধতার শিকার হচ্ছে নারী ও শিশু। এতে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে। এজন্য নারী অধিকার সুরক্ষা এবং নারীর প্রতি সহিংসতা নির্যাতন বন্ধে অন্তর্বতীকালীণ সরকারের প্রতি কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবী জানান।
সমাবেশের আগে নিউমার্কেট চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে।
অপরদিকে একই দিনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শেরপুর পৌরসভার পক্ষ থেকেও পৃথক কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়েছে।