Satyajit Das (Moulvibazar Correspondent):
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় এক রাতেই দুটি চা বাগান থেকে চারটি গরু চুরির ঘটনা ঘটেছে। শনিবার (৮ মার্চ) ভোরে শরীফপুর ইউনিয়নের তিলকপুর ও চাতলাপুর চা বাগানে এই চুরির ঘটনা ঘটে,যা এলাকায় আতঙ্কের সৃষ্টি করেছে। চুরি হওয়া গরুগুলোর মোট মূল্য আনুমানিক সাড়ে তিন লক্ষাধিক টাকা।
তিলকপুর চা বাগানের সাংবাদিক মিন্টু দেশোয়ারা’-র দুটি ষাঁড় এবং চাতলাপুর চা বাগানের ঝন্টু রবিদাসের দুটি গরু চুরি হয়েছে।
সাংবাদিক মিন্টু দেশোয়ারা জানান,’তার চুরি যাওয়া দুটি গরুই ছিল তার একমাত্র সম্পদ,যার বাজারমূল্য প্রায় দুই লাখ টাকা। গরু হারিয়ে তিনি দুশ্চিন্তায় পড়েছেন এবং দ্রুত গরু উদ্ধারের দাবি জানিয়েছেন’।
অন্যদিকে,ঝন্টু রবিদাস জানান, তার দুটি গরুর মূল্য প্রায় দেড় লাখ টাকা,যা তার সংসার চালানোর একমাত্র ভরসা ছিল। গরু হারিয়ে তিনি চরম আর্থিক সংকটে পড়েছেন।
গরু চুরির ঘটনা জানাজানি হলে,’স্থানীয় বাসিন্দারা উদ্বিগ্ন হয়ে পড়েন এবং বিভিন্ন এলাকায় খোঁজ নেওয়া শুরু করেন। চা বাগান পঞ্চায়েত, স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশ প্রশাসনকে বিষয়টি জানানো হয়’।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার জানান, চুরি হওয়া গরুগুলো উদ্ধারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়রা দ্রুত চোর শনাক্ত ও গরু উদ্ধারের দাবি জানিয়েছেন এবং নিরাপত্তা জোরদারের আহ্বান জানিয়েছেন।