গাজীপুরে এজাহারভুক্ত আসামি গ্রেপ্তারের পর তাকে ছাড়িয়ে নেওয়ার দাবিতে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা গাছা থানা ঘেরাও করেছেন।
শুক্রবার (৭ মার্চ) রাত ১১টার দিকে থানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন দলটির নেতাকর্মীরা। গভীর রাত পর্যন্ত তারা থানার ভেতরে ও বাইরে অবস্থান নেন।
থানায় উত্তেজনা, পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা
গাছা থানার ডিউটি অফিসার এএসআই মোস্তফা গণমাধ্যমকে জানান, গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা থানার ভেতরে এসে ওসি আলী মোহাম্মদ রাশেদের সঙ্গে দেখা করে গ্রেপ্তার হওয়া গোলাম আজমকে মুক্তি দেওয়ার দাবি জানান।
তিনি বলেন, “তারা ওসি স্যারের রুমে এসে বলছেন, গ্রেপ্তারকৃত ব্যক্তিকে ছেড়ে দিতে হবে। আমরা জানিয়ে দিয়েছি, আইনি প্রক্রিয়া ছাড়া তা সম্ভব নয়।”
কে এই গ্রেপ্তারকৃত ব্যক্তি?
পুলিশ জানায়, গোলাম আজম নামের ওই ব্যক্তি একটি মামলার এজাহারভুক্ত আসামি। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা দাবি করছেন, তাকে রাজনৈতিক কারণে গ্রেপ্তার করা হয়েছে।
নেতাকর্মীদের হুঁশিয়ারি
থানা ঘেরাও করা নেতাকর্মীদের নেতৃত্ব দেন গণঅধিকার পরিষদ গাছা থানা কমিটির সভাপতি আব্দুর রহমান। তিনি বলেন, “আমাদের নেতাকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে। অবিলম্বে তাকে মুক্তি দিতে হবে, নইলে আমরা কঠোর কর্মসূচিতে যাবো।”
এদিকে, পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, “আইনের ঊর্ধ্বে কেউ নয়। নিয়ম মেনে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”
পুলিশের বক্তব্য ও পরবর্তী পদক্ষেপ
গাছা থানার ওসি আলী মোহাম্মদ রাশেদ জানান, “একজন এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছি। গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা তাকে ছাড়িয়ে নেওয়ার দাবি করছেন। আমরা স্পষ্ট করে বলে দিয়েছি, গ্রেপ্তারকৃত ব্যক্তির বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও বলেন, “থানার সামনে নেতাকর্মীরা বিক্ষোভ করছেন, তবে পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে রয়েছে।”
পরিস্থিতি এখনো উত্তপ্ত
এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত ১টা) গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা থানার সামনে অবস্থান করছিলেন। পুলিশ বলছে, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে।