হুমায়ন কবির মিরাজ: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে যশোরের শার্শা উপজেলার ১১টি ইউনিয়ন ও ওয়ার্ডে ইফতার ও দোয়া মাহফিল আয়োজনের প্রস্তুতি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৭ মার্চ (শুক্রবার) সকাল ১১টায় শার্শা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়।
সভায় সিদ্ধান্ত হয়, ৮ থেকে ২০ রমজানের মধ্যে উপজেলার ১১টি ইউনিয়ন ও ওয়ার্ডে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন করতে হবে। এছাড়া, দলীয় শৃঙ্খলা বজায় রাখতে আবিষ্কৃত (বহিষ্কৃত) নেতাদের সঙ্গে কোনো প্রকার যোগাযোগ না করার কঠোর নির্দেশনা দেন উপজেলা বিএনপির শীর্ষ নেতারা।
ইফতার ও দোয়া মাহফিলের সময়সূচি:
১. ডিহি ইউনিয়ন – ৯ রমজান 2. লক্ষনপুর ইউনিয়ন – ১০ রমজান 3. বাহাদুরপুর ইউনিয়ন – ১১ রমজান 4. বেনাপোল ইউনিয়ন – ১২ রমজান 5. পুটখালী ইউনিয়ন – ১৩ রমজান 6. গোগা ইউনিয়ন – ১৪ রমজান 7. কায়বা ইউনিয়ন – ১৫ রমজান 8. বাগআঁচড়া ইউনিয়ন – ১৬ রমজান 9. উলাশী ইউনিয়ন – ১৭ রমজান 10. শার্শা ইউনিয়ন – ১৮ রমজান 11. নিজামপুর ইউনিয়ন – ১৯ রমজান
আলোচনা সভায় উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, শার্শা উপজেলা বিএনপির উপদেষ্টা খায়রুজ্জামান মধু, সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মোস্তফা কামাল মিন্টু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু, যুগ্ম সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন আহমেদ, সহ-সভাপতি মোঃ আঃ মজিদ ও আহম্মদ আলী শাহিন, কৃষক দলের সভাপতি আমিরুল ইসলাম, যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ্জোহা সেলিম, যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদাদ, শ্রম বিষয়ক সম্পাদক সহিদ আলী, যুব বিষয়ক সম্পাদক কামাল উদ্দিন বিশ্বাসসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এছাড়াও, শার্শা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শরিফুল ইসলাম চয়ন, সদস্য সচিব সবুজ হোসেন এবং উপজেলা ওয়ার্ড পর্যায়ের বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় নেতারা বলেন, ইফতার ও দোয়া মাহফিলের মাধ্যমে তৃণমূল পর্যায়ে দলের সাংগঠনিক ভিত্তি আরও সুসংহত হবে এবং জনগণের সঙ্গে সম্পৃক্ততা বৃদ্ধি পাবে। তারা এ আয়োজন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।