দুমকি(পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকি উপজেলায় ‘ফেমাস ব্রিকস’ নামের একটি অবৈধ ইটভাটা উচ্ছেদ করতে গেলে ভ্রাম্যমান আদালতের সদস্যদের উপরে হামলার ঘটনা ঘটেছে। আবাসিক ও আবাদি জমির পাশে বৈধ কাগজপত্র (লাইসেন্স) ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রবিহীন গড়ে ওঠা ইটভাঁটাটিতে বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট এ এস এম নুরুল আখতার নিলয়ে নেতৃত্বে উচ্ছেদ অভিযান পরিচালনা করতে গেলে মালিক পক্ষ তাদের উপর হামলা চালায়। এতে ভ্রাম্যমান আদালত পরিচালনা সদস্য ভেকুর ড্রাইভার আহত হয়।
মালিক পক্ষের দাবি কোন নোটিশ না দিয়ে প্রশাসন তাদের ইটভাটা ভাঙ্গতে শুরু করে। এসময় তারা বাঁধা দিলে প্রশাসনের লোকজন চাঁদা দাবি করে। কোনো হামলার ঘটনা ঘটে নি।
এবিষয়ে ভ্রাম্যমান আদালতের প্রধান নির্বাহি ম্যাজিষ্ট্রেট এ এস এম নূরুল আখতার নিলয় মুঠোফোনে প্রতিবেদককে জানান, অবৈধ ইটভাটার চিমনি গুড়িয়ে দেয়া হয়েছে। হামলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি ঊর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। তারা এ বিষয়ে ব্যাবস্থা গ্রহন করবেন।