Staff Reporter:
ফরিদপুরের সদরপুর সরকারি কলেজে বিবাহিত ও অছাত্রদের নিয়ে ছাত্রদলের অবৈধ কলেজ কমিটি ঘোষণার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে উক্ত কলেজের সাধারণ শিক্ষার্থীরা।
বুধবার দুপুরে কলেজ চত্বরে সাধারণ শিক্ষার্থীরা ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করে।
মানববন্ধনে অংশ নেয়া শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, সম্প্রতি জাতীয়তাবাদী ছাত্রদল সদরপুর সরকারি কলেজ শাখার কমিটি ঘোষণা করা হয়। যেখানে সভাপতি হিসেবে স্থান পেয়েছে একজন অছাত্র ও বিবাহিত ব্যক্তি। আমরা এমন অবৈধ কমিটি চাইনা। এ বিষয়ে আমরা জেলা ও কেন্দ্রীয় ছাত্রদল নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি।