স্টাফ রিপোর্টার আব্দুস সালাম মোল্লা
চরভদ্রাসন থানার অফিসার্স ইনচার্জ রজিউল্লা খান ৪ই মার্চ রাত ১১টার অধিকে পেট্রলডিউটি অবস্থায় রোকনুদ্দিন সরকারি বালিকা বিদ্যালয় এলাকায় আব্দুল শিকদারের ডাঙ্গী গ্রামের মৃত আব্দুল মজিদ শিকদারের পুত্র ইজাজ সিকদার (২৮)কে২০ পিস ইয়াবা মাদক গ্রেফতার করেছে এবংমাদকদ্রব্য আইনে ৩নং মামলা রজ্জু করেছে চরভদ্রাসনথানা।
জানা গেছে, চরভদ্রাসন থানার অফিসার্স ইনচার্জ রজিউল্লা খানের নেতৃত্বে,এসআই ওয়াসেক,কনস্টেবল দেলোয়ার, কনস্টেবল নরেশ বাবু সঙ্গে নিয়ে ৪ই মার্চ রাত ১১টার অধিক সময়ে পেট্রলডিউটি অবস্থায় রোকনুদ্দিন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় নামক এলাকায় আব্দুল শিকদারের ডাঙ্গী গ্রামের আব্দুল মজিদ শিকদারের পুত্র এজার শিকদার (২৮)এর নিকট হতে ২০ পিস ইয়াবা উদ্ধার। এবং এজাজ শিকদার এর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে ৩নংমামলা রজ্জু করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে চরভদ্রাসন থানার অফিসার্স ইনচার্জ রজিউল্লা খানের মাদকদ্রব্য উদ্ধার ঘটনা সত্যতা স্বীকার করেন। তিনি জানান, মাদক নির্মূলে সম্মানিত পুলিশ সুপারের নির্দেশে অভিযান অব্যাহত থাকবে, মাদক নির্মূলে পুলিশ বদ্ধপরিকর।